Imran Khan: বিপদ বাড়ল ইমরানের! তোশাখানা মামলায় জামিন অযোগ্য গ্রেফতারির নির্দেশ পাকিস্তানের কোর্টের Updated: 28 Feb 2023, 11:03 PM IST Sritama Mitra পাকিস্তানের রাষ্ট্রীয় উপহার বিক্রি সংক্রান্ত তোশাখানা মামলায় ইমরানের বিরুদ্ধে এই বড়সড় অভিযোগ ঘিরে গোটা পাকিস্তানের রাজনীতিতে তোলপাড় ছিল বহুকালই। তবে তাঁর গ্রেফতারির নির্দেশ সেই দোলাচলকে আরও উস্কানি দিয়েছে।