অবশেষে ক্ষমা চাইলেন চিনের অ্যাথলিট উ ইয়ানি। এশিয়ান গেমসের মহিলাদের ১১০ মিটার হার্ডলসে বিতর্ক দেখা দেয়। ভারতীয় অ্যাথলিট জ্যোতি ইয়ারাজিকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে বলে শোনা যায়। কিন্তু কেন এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয় এই ভারতীয় তারকাকে? প্রশ্ন উঠতে শুরু করে। অনেকেই জালিয়াতির প্রসঙ্গ সামনে আনতে থাকে। যদিও পরে সেই পরিস্থিতি স্বাভাবিক হয়। চিটিং করা পরে চিনের সেই অ্যাথলিটকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়।
তুমুুল বিতর্কের পরে এশিয়ান গেমসে রুপো জিতেছেন জ্যোতি ইয়াররাজি। ১১০ মিটার হার্ডলসের ফাইনালে চিনা অ্যাথলিট উ ইয়ানি 'ফলস স্টার্ট' করলেও জ্যোতিকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে বলে জানানো হয়েছিল। তা নিয়ে তীব্র প্রতিবাদ জানায় ভারত। সেই পরিস্থিতিতে রেসের আয়োজন করা হয়। তৃতীয় স্থানে শেষ করেন জ্যোতি। পরবর্তীতে উ'কে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। রুপো পান জ্যোতি।
আর এই ঘটনার পরই মুখ খোলেন ভারতীয় এই তারকা অ্যাথলিট। পদক জয়ের পর তিনি জানান, 'আমার জীবনের প্রথম নাটকীয়ভাবে জেতা পদক এটা। ভয়াবহ অভিজ্ঞতা হল। একইসঙ্গে দারুণ অভিজ্ঞতাও এটা। কারণ জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে কোনও অভিজ্ঞতার অত্যন্ত গুরুত্ব আছে। এটা আমার প্রথম এশিয়ান গেমস। তাতে আমি রুপো জিতেছি। সেজন্য আমি আনন্দিত।'
এশিয়ান গেমসের মতো মঞ্চে এমন অভিযোগ স্বাভাবিক ভাবেই শোরগোল ফেলে দেয়। এবার ঠিক পরের দিনই সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে মুখ খুললেন চিনের সেই অভিযুক্ত অ্যাথলিট। নিজের টুইটারে তিনি পোস্ট করে জানিয়েছেন, 'ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ায় আমি গভীর ভাবে দুঃখিত। বিশেষ করে যারা ভেবেছিলেন আমি দেশের জন্য পদক নিয়ে আসব। কিন্তু আমি দেশকে পদক দিতে পারিনি। সেই জন্য আমি প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।'
এখানেই থেমে থাকেননি তিনি। চিনা অ্যাথলিট আরও জানিয়েছেন, 'আমি রেফারি, চূড়ান্ত সিদ্ধান্ত এবং টুর্নামেন্টের নিয়মকে সমর্থন করি। ম্যাচে যারা আমার গ্রুপে ছিল তাদের কাছের ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এখন মানসিক দিক থেকে ভেঙে পড়েছি। এছাড়াও আমি এই ম্যাচে ভারতীয় প্লেয়ার জ্যোতি ইয়ারাজির সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমি তাকে বলতে, এই ঘটনার জন্য আমি ক্ষমা চাইছি।'
প্রসঙ্গত, চিনা অ্যাথলিট ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ায় হতাশ হন জ্যোতি। ম্য়াচ শেষে তিনি বলেন, 'চিনের অ্যাথলিটের জন্য খারাপ লাগছিল। কারণ ও নিশ্চয়ই ভালো টাইমিং করে আসছিল। ও একজন অ্যাথলিট। তাই আমার এরকম কোনও ব্যাপার নেই। যারা যোগ্য, তারা সবসময় জিতবেই। আমার একটাই বিষয় যে কোথাও যেন চিটিং না হয়। ও ফলস স্টার্ট করেছিল। সেটা স্বীকার করে নিতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।