বাংলা নিউজ > ময়দান > ENG vs AUS, Women's Ashes 2023: মাত্র এক রানের জন্য সেঞ্চুরি মিস করলেন পেরি, অভিষেকেই অজিদের অস্বস্তিতে ফেলেছেন ফিলার
পরবর্তী খবর
ENG vs AUS, Women's Ashes 2023: মাত্র এক রানের জন্য সেঞ্চুরি মিস করলেন পেরি, অভিষেকেই অজিদের অস্বস্তিতে ফেলেছেন ফিলার
1 মিনিটে পড়ুন Updated: 23 Jun 2023, 09:14 AM ISTTania Roy
প্রথম দিনের ৬০তম ওভারে ৯৯ রানে ব্যাট করছিলেন এলিসে পেরি। ইংল্যান্ডের অভিষেক হওয়া ডানহাতি পেসার ফিলারের ওয়াইড ডেলিভারিটি না ছেড়ে দিয়ে, স্কোয়ার ড্রাইভ মারার চেষ্টা করেছিলেন পেরি। তবে তিনি ক্যাচ তুলে দেন। আর সেটা গালিতে দাঁড়িয়ে থাকা ন্যাট সিভারের কাছে চলে যায়। ক্যাচ মিস করেননি ন্যাট-সিভার।
এলিসে পেরি ৯৯ করেই আউট হয়ে যান।
৮৩ রানে ২ উইকেট হারিয়ে যখন অস্ট্রেলিয়ার মেয়েরা চাপে পড়ে গিয়েছিল, সেই সময়ে দলের হাল শক্ত হাতে ধরেন এলিসে পেরি। তাঁর দুরন্ত ৯৯ রান অজিদের ইনিংসকে এগিয়ে নিয়ে যায়। তাহিলা ম্যাকগ্রাকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ১১৯ রান যোগ করেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ৯৯ রানে আউট হয়ে যান। সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে ছিলেন পেরি।
মহিলা অ্যাশেজের প্রথম দিনের ৬০তম ওভারে ৯৯ রানে ব্যাট করছিলেন এলিসে পেরি। ইংল্যান্ডের অভিষেক হওয়া ডানহাতি পেসার লউরেন ফিলারের ওয়াইড ডেলিভারিটি না ছেড়ে দিয়ে, স্কোয়ার ড্রাইভ মারার চেষ্টা করেছিলেন পেরি। কিন্তু তিনি ক্যাচ তুলে দেন। আর সেটা সোজা গালিতে দাঁড়িয়ে থাকা ন্যাট সিভার-ব্রান্টের কাছে চলে যায়। ক্যাচ মিস করেননি ন্যাট-সিভার।
সেঞ্চুরি করতে না পারলেও, এলিসে পেরি আউট হয়ে সাজঘরে ফিরে যাওয়ার সময়ে ট্রেন্ট ব্রিজের জনতা তাঁকে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানান। পেরি ১৫টি চারের হাত ধরে ৬৪.৭১ স্ট্রাইকরেটে ১৫৩ বলে ৯৯ রান করেন। তবে সেঞ্চুরির দোড়গোড়ায় দাঁড়িয়ে মাত্র এক রানের জন্য শতরান মিস হওয়ার আক্ষেপটা নিঃসন্দেহে থেকে যাবে পেরির। প্রসঙ্গত, চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে এটি পেরির তৃতীয় হাফসেঞ্চুরি।
পেরির উইকেটটি ছিল ২২ বছরের ফিলারের দ্বিতীয় উইকেট। ২২ ওভারের শেষ বলে প্রায় একই রকম বলে তিনি সাজঘরে ফিরিয়ে ছিলেন বেথ মুনিকে। যেটি তাঁর প্রথম টেস্ট উইকেট ছিল। ২২তম ওভারের শেষ বলে ফিলারের আউটসুইঙ্গারে পুরো ভেবলে যান বেথ মুনি। তিনি কোনও রকম ডিফেন্স করার জায়গাই পাননি। এবং গালিতে দাঁড়িয়ে থাকা কেট ক্রস ক্যাচ নেন মুনির। চারটি চারের সাহায্যে ৫৭ বলে ৩৩ করে সাজঘরে ফেরেন মুনি। তার আগে ফোবি লিচফিল্ডকে (৩২ বলে ২৩ রান) এলবিডব্লিউ করেছিলেন ক্রস।
এ দিকে পেরির উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরান ফিলার। কারণ পেরি ফিরতেই অজি ব্যাটিংয়ে যেন ধস নামে। পরের ১৩ ওভারে মাত্র ৩৬ রানে আরও চার উইকেট পড়ে যায়। অ্যাশেজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দিনের শেষে ৭ উইকেটে ৩২৮ রান করে। ক্রিজে রয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড ৩৯ পান (৭১ বল) এবং অ্যালানা কিং ৭ রান (১১ বল)। ইংল্যান্ডের হয়ে ফিলারের ২ উইকেট ছাড়া সোফি একলেস্টোন নেন ৩ উইকেট। কেট ক্রস এবং লউরেন বেল নেন ১টি করে উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।