ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ক্লাবের লগ্নিকারী সংস্থার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, আইএসএল শেষ হওয়ার পরে ইস্টবেঙ্গল ও লগ্নিকারী সংস্থার মধ্যে বিচ্ছেদের সম্ভাবনা প্রবল। এই পরিস্থিতিতে কোনও অবস্থাতেই বাড়তি খরচ করতে রাজি নয় তারা। তাই আইএসএল ছাড়া অন্য কোনও প্রতিযোগিতা নিয়ে আগ্রহ নেই লগ্নিকারী সংস্থার কর্তাদের। সূত্রের খবর, এই মুহূর্তে আইএসএল ছাড়া অন্য কোনও প্রতিযোগিতাতেই খেলার কথা ভাবছেন না এসসি ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তারা। তাঁদের বক্তব্য, মুখ্যমন্ত্রী শুধু আইএসএলে খেলার কথাই বলেছিলেন। কেউ কেউ খোলাখুলি বলে দিলেন, ‘আমাদের তরফে আইএসএলে খেলার প্রতিশ্রুতিই শুধু দেওয়া হয়েছে। দেশের সর্বোচ্চ লিগে যাতে সেরা দল নামানো যায়, সেই চেষ্টাই করছি। আমরা অন্য কোনও প্রতিযোগিতায় খেলার ব্যাপারে আগ্রহী নই।’
সম্প্রতি ইস্টবেঙ্গল ও আইএফএ-র তরফে ই-মেল করা হয়েছে লগ্নিকারী সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসারকে। বাংলার ফুটবল নিয়ামক সংস্থার তরফে অনুরোধ করা হয়েছে, মহিলা ফুটবল প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। ইস্টবেঙ্গল কর্তাদের তরফে যুব ফুটবলে দল নামানোর জন্যও ই-মেল করা হয়েছে। লগ্নিকারী সংস্থার সিইও ই-মেলের প্রাপ্তিস্বীকার করেছেন। এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে বলা হয়েছে, ‘আইএফএ জানিয়েছে, পুজোর পরে মহিলাদের ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। তাতে আমাদের অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। নিজেদের মধ্যে আলোচনা করে ই-মেলের জবাব দেব।’
কেন আইএসএল ছাড়া কিছু ভাবছেন না লগ্নিকারী সংস্থার কর্তারা? জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের সঙ্গে চূড়ান্ত চুক্তি এখনও স্বাক্ষরিত হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আইএসএলে খেল`তে রাজি হলেও ইস্টবেঙ্গলের সঙ্গে শ্রী সিমেন্টের সংঘাত অব্যাহত! দেশের সর্বোচ্চ লিগ ছাড়া আর অন্য কোনও প্রতিযোগিতায় খেলতে আগ্রহী নন লগ্নিকারী সংস্থার কর্তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।