সম্প্রতি রাহুল দ্রাবিড়ের তীব্র সমালোচনা করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছেন যে, রাহুল দ্রাবিড় নিউজিল্যান্ড সফরে না গিয়ে ভুল করেছেন। তাঁর মতে, রাহুল দ্রাবিড়ের এই বিরতি নেওয়া উচিত হয়নি। তবে রবি শাস্ত্রীর এই সমালোচনার জবাব দিতে আসরে নেমেছেন রবিচন্দ্রন অশ্বিন। রাহুল দ্রাবিড়ের পাশে দাঁড়িয়ে তিনি ব্যাখ্যা করেছেন যে, কেন টিম ইন্ডিয়ার কোচের এই বিরতি প্রয়োজন ছিল।
আরও পড়ুন: T20 অধিনায়কের পদ থেকে সরানো হতে চলেছে রোহিতকে, হার্দিক নতুন ক্যাপ্টেন- রিপোর্ট
রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে টিম ইন্ডিয়ার। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জাজনক ভাবে হেরে বিদায় নিতে হয়েছে দ্রাবিড় ব্রিগেডকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই নিউজিল্যান্ড সফরে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে এই সফরে কোচ হিসেবে রাহুল দ্রাবিড় দলের সঙ্গে যাননি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। ভিভিএস লক্ষ্মণকে দলের প্রধান কোচ হিসেবে পাঠানো হয়েছে। আসলে পুরো কোটিং স্টাফেদেরই বিশ্রাম দেওয়া হয়েছে। লক্ষ্মণের সঙ্গে এনসিএ-তে তাঁর সহকারীরাও ভারতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে গিয়েছেন। আর এই সফরে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে। যে কারণে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পাঠানো হয়েছে হার্দিক পান্ডিয়াকে। আর ওডিআই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।
আরও পড়ুন: T20 না খেলেও হওয়া যাবে জাতীয় নির্বাচক, জানুন BCCI-এর মানদণ্ড
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।