আদিল রশিদকে সরে যেতে বলছেন বাটলার। ছবি- টুইটার।
বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ
টি২০ বিশ্বকাপ
- Item 1
- Item 2
- Item 3
- Item 4
home 












বিরাট কোহলি ও রোহিত শর্মা। ছবি- এএনআই (ANI)
‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট’-এ সচিন তেন্ডুলকর।
সচিন পথ বাতলে দিয়েছিলেন Hindustan Times-এ, ঠিক সেভাবেই বাবরদের হারাল ইংল্যান্ড
Updated: 14 Nov 2022, 01:40 PM IST লেখক Ayan Das‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট’-এ সচিন তেন্ডুলকর বলেছিলেন, কীভাবে পাকিস্তানকে বধ করার চেষ্টা করবে ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ঠিক সেটাই করেন জস বাটলাররা। তারপরই সচিনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
বীরেন্দ্র সেহওয়াগ, বিরাট কোহলি এবং বেন স্টোকস।
ফাইনালে স্টোকসও স্লো ইনিংস খেলেছে-সেমিতে কোহলির ইনিংসের পক্ষে ব্যাট ধরলেন সেহওয়াগ
Updated: 14 Nov 2022, 11:30 AM IST লেখক Tania Royফাইনালে স্টোকসের ইনিংসও বেশ স্লো ছিল। তবে স্টোকস শেষ পর্যন্ত ক্রিজে থাকেন এবং ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন করেই তিনি মাঠ ছাড়েন। অথচ সেমিতে ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০ বলে ৫০ রান করে স্লো ব্যাটিংয়ের জন্য তীব্র সমালোচনার সম্মুখীন হন।
২০১৭ সালের আইপিএল জয়ের পর জস বাটলারের উচ্ছ্বাস (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম)। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বাটলার। (ছবি সৌজন্যে এএফপি)
ভিডিয়ো: WC জিতে শান্ত ছিলেন, সেই বাটলারই IPL জয়ের পর তোয়ালে পরে নেচেছিলেন
Updated: 14 Nov 2022, 10:31 AM IST লেখক Ayan DasJos Buttler's celebration: ২০১৭ সালের আইপিএল এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ - পাঁচ বছরের ব্যবধানে জস বাটলারের সেলিব্রেশনের একেবারে ভিন্ন ছবি ধরা পড়ল। অন্যক্ষেত্রেও পার্থক্য আছে। ২০১৭ সালে এমনি খেলোয়াড় ছিলেন। এখন ইংল্যান্ডের অধিনায়ক তিনি।
শহিদ আফ্রিদি এবং মহম্মদ শামি।
শামির কর্মফল নিয়ে টুইটে গায়ে জ্বালা পাকিস্তানের, তারকা পেসারকে এক হাত আফ্রিদির
Updated: 14 Nov 2022, 09:47 AM IST লেখক Tania Royইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৫ উইকেটে হেরে যায় পাকিস্তান। বেন স্টোকসের জয়সূচক শটের পর টুইটারে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব একটি ইমোজি টুইট করেন। হৃদয়ভঙ্গের ইমোজি পোস্ট করেন। আর শামি তাতেই লেখেন, ‘দুঃখিত ভাই। এটাকে কর্মা বলে।’
ইহিতাস তৈরি করলেন বেন স্টোকস (ছবি-আইসিসি টুইটার)
২০১৯ ও ২০২২ ICC WC-এর ফাইনালে হাফ সেঞ্চুরি করে জয়! গম্ভীরের রেকর্ড ছুঁলেন স্টোকস
Updated: 14 Nov 2022, 06:33 AM IST লেখক Sanjib Halder২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জয়সূচক ফিফটি মেরে ইতিহাস সৃষ্টি করছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস। এরফলে তিনি গম্ভীর-সাঙ্গাকারার অনন্য বিশ্বকাপ ফাইনাল রেকর্ডকে স্পর্শ করলেন।
শাহিন আফ্রিদির চোট নিয়ে সচিন তেন্ডুলকরের টুইট (ছবি-গেটি ইমেজ)
শাহিন আফ্রিদি চোট না পেলে- ইংল্যান্ড চ্যাম্পিয়ন হতেই ফাইনাল নিয়ে সচিনের টুইট
Updated: 14 Nov 2022, 12:08 AM IST লেখক Sanjib Halderনিজের সোশ্যাল মিডিয়াতে সচিন তেন্ডুলকর পোস্ট করে লিখেছেন, ‘আপনাদের দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ইংল্যান্ডকে অভিনন্দন। অসাধারণ কৃতিত্ব। এটি একটি ক্লোজ লড়াই করা ফাইনাল ছিল এবং আফ্রিদি আহত না হলে এটি আরও আকর্ষণীয় হয়ে উঠত। বিশ্বকাপের রোলার কোস্টারটা অসাধারণ।’
ইরফান পাঠান ও ইউসুফ পাঠান (ছবি-পিটিআই)
ইংল্যান্ডকে উদ্দেশ্য করে পাক সমর্থকদের খোঁচা দেওয়া বার্তা দিলেন ইরফান পাঠান
Updated: 13 Nov 2022, 11:43 PM IST লেখক Sanjib Halderভারতের প্রাক্তন অলরাউন্ডার নিজের টুইটারে লেখেন,‘এটা একটা বিজয়ীসুলভ ঔদার্য নিয়ে টিম ইংল্যান্ডের বিশ্বকাপ। তোমরা দারুণ খেলেছ।’ এই বার্তার মধ্যে ইংল্যান্ডকে শুভেচ্ছা জানানর পাশাপাশি, পাকিস্তান সমর্থকদের জন্য ছিল লুকানো একটা খোঁচা দেওয়া বার্তা।
স্যাম কারান (AAP Image via REUTERS)
ম্যাচ জয়ের পরে ইংল্যান্ড দলকে শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি
আপনারা সত্যিই যোগ্য- টিভিতে খেলা দেখতে দেখতে ইংল্যান্ডকে কোহলির শুভেচ্ছাবার্তা
Updated: 13 Nov 2022, 08:01 PM IST লেখক Sanjib Halderএই জয়ের পর ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় বিরাট কোহলি। বিরাট কোহলি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বেন স্টোকসের বিজয় উদযাপনের একটি ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন যে, ‘ইংল্যান্ড তোমাদের শুভেচ্ছা, আপনারা সত্যিই যোগ্য।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতে ইংল্যান্ডের কোচ ম্যাথু মট (বাঁদিকে, সৌজন্যে এএফপি), অস্ট্রেলিয়াকে ৫০ ওভারের বিশ্বকাপ জেতানোর পর ম্যাথু (ডানদিকে, সৌজন্যে আইসিসি)
সাড়ে ৭ মাসের মধ্যে ২ বিশ্বকাপ জয় ইংল্যান্ডের কোচের! ভারত কি দায়িত্ব দেবে?
Updated: 13 Nov 2022, 07:50 PM IST লেখক Ayan DasMatthew Mott wins 2 World Cups within a year: ম্যাথু মট যখন অস্ট্রেলিয়া মহিলা দলের কোচ ছিলেন, তখন বিশ্বকে শাসন করেছেন অজিরা। ইংল্যান্ডের দায়িত্ব পাওয়ার কয়েক মাসের মধ্যে ইংরেজদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতালেন।
২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ট্রফি হাতে মহেন্দ্র সিং ধোনি। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি হাতে জস বাটলার। (ছবি সৌজন্যে এএফপি)