অজিঙ্কা রাহানের ভারতীয় দলে প্রত্যাবর্তন বহু অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা। অনেকেই হয়তো রাহানের মতো ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে চাইবেন। শুক্রবার এমনই একজন খেলোয়াড় ঋদ্ধিমান সাহাকেও এই প্রশ্নটাই করা হয়েছিল। তবে ঋদ্ধি এখনই ভারতীয় দলে ফেরা নিয়ে ভাবছেন না, তিনি কেবল গুজরাট টাইটানসের জন্য নিজের কাজটি করে যেতে চান। গুজরাটের হয়ে ব্যাটিং শুরু করা ঋদ্ধিমান সাহা নিজের দলের অবিচ্ছেদ্য সদস্য। যখন ঋদ্ধিমান সাহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাহানেকে দলে নির্বাচন করার পরে তিনিও কি ভারতীয় দলে ফেরার দিকে নজর রাখছেন। তখন তিনি বলেছিলেন, ‘ওকে (রাহানে) পুনর্বিবেচনা করা যেতে পারে কারণ সে ভালো করেছে। কিন্তু এই মুহূর্তে আমার ফোকাস শুধুমাত্র গুজরাট টাইটানসের জন্য ভালো করা।’
আরও পড়ুন… KKR-এর বিরুদ্ধে কি ফিরবেন GT-র যশ দয়াল! দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ
৩৮ বছর বয়সি এই ক্রিকেটার সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে লাল-বলের ক্রিকেটে ভারতের হয়ে খেলেছিলেন। এরপরে বহু বিতর্ক তাঁর সঙ্গে জড়িয়েছে। দল থেকে বলা হয়েছিল তাঁকে সরে যেতে বলা হয়েছিল। এরপরে ঘরোয়া পর্যায়েও, তিনি তার নিজ রাজ্য বাংলার সঙ্গে ১৫ বছরের সম্পর্ক ভেঙে দেন এবং একজন পরামর্শদাতা-কাম-খেলোয়াড় হিসাবে ত্রিপুরায় চলে যান। তবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে নিজের পুরানো বাড়িতে পা রেখেছেন ঋদ্ধি। শনিবার মাঠে নামার আগে ঋদ্ধিমান সাহা বলেন, ‘কলকাতা আমার বাড়ি, আমি এখানে অনেক ম্যাচ খেলেছি। এখন, আমি একটি বাইরের দলের হয়ে খেলছি। এখন আইপিএল-এ মোতেরা আমার হোম টিম। পরিস্থিতি ভিন্ন।’
নিজেকে উইকেটরক্ষক হিসাবেই প্রথমে দেখেন ঋদ্ধিমান সাহা। তিনি বলেন, ‘আমি সবসময় প্রথমে একজন উইকেটরক্ষক, তারপর একজন ব্যাটসম্যান। আমার নিজের প্রতি এখনও একই বিশ্বাস রয়েছে। আমি অন্য কিপারদের সম্পর্কে জানি না। তবে আমার মতে, এমন একজন যিনি একজন উইকেটরক্ষক হিসেবে ভালো করেন এবং তারপর দলের হয়ে রান যোগ করে অবদান রাখেন।’
আরও পড়ুন… আঙুলের চোটের কী হাল? ম্যাচের সেরা হয়ে বললেন স্টোইনিস
দলকে দ্রুত সূচনা দিতে চান ঋদ্ধিমান সাহা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে তিনি বলেন, ‘আমি সবসময় ভালো শুরু দেওয়ার চেষ্টা করেছি। আমি যদি দলকে গতি দিতে পারি, তবে আমি খুব খুশি হই। যদি আপনার দল হেরে যায়, শতরান কোন ব্যাপার নয়। যদি দল জিতে যায়, আমি ২৫ বা ৫০ রান স্কোর করেও খুশি হই।’
শেষবার যখন দুই দল মুখোমুখি হয়েছিল মোতেরাতে। সেই ম্যাচে যশ দয়ালের শেষ ওভারে টানা পাঁচটি ছক্কা মেরেছিলেন রিঙ্কু সিং। গুজরাটের নিশ্চিত জয়কে হারের মুখে ফেলে দিয়েছিল কলকাতা। এবার সেই হারের বদলা নেওয়ার পালা। তবে এখনও সেই ম্যাচ থেকে যশ দয়ালকে দেখা যায়নি। অনেকেই বলছেন সেই ম্যাচের পর থেকে নাকি অসুস্থ হয়ে গিয়েছেন যশ।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- http://pbv88-sv388.fun/sports/ipl)
সেই দিনের ঘটনা এবং যশ দয়াল নিয়ে কথা বলতে গিয়ে ঋদ্ধিমান সাহা বলেন, ‘এমন ঘটনা এক হাজার বা এক লক্ষ বারের ম্যাচে একবার হয়। এটি রিঙ্কুর দিন ছিল, যশের নয়।’ ঋদ্ধিমান সাহা বলেছেন, সেই ম্যাচে হারের কোনও প্রভাব দলের উপরে পড়বে না। কিন্তু সেই ম্যাচের পর থেকে নতুন গুজরাট টাইটানসের ফাস্ট বোলার যশ দয়াল অসুস্থ হয়ে পড়েছেন এবং খেলেননি। এই প্রসঙ্গে ঋদ্ধি জানিয়েছেন পাঁচটি ছক্কা মারার সঙ্গে যশ দয়ালের অসুস্থতার কোনও সম্পর্ক নেই। এটা খেলার সঙ্গে সম্পর্কিত নয়।
ঋদ্ধিমান সাহা বলেন, ‘গরম লেগে যশ দয়ালের জ্বর এসেছে। তিনি এখন জ্বরে ভুগছেন। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। মানসিকভাবে তিনি ভালো আছেন। আপনাকে এমন পরিস্থির মুখোমুখি হতেই হবে।’ ঋদ্ধিমান সাহা আরও বলেন, ‘সেই রাতে সে ঠিক করে নিজের ইয়র্কার বোলিং করতে পারেননি। আমরা সকলেই তাঁকে উৎসাহ দিয়েছি। সে এখন ভালো আছে। এই ম্যাচের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।