ভারতের বিরুদ্ধে অভিষেক টেস্টে খেলতে নেমেই বাজিমাত করেছেন তিনি। ইতিমধ্যেই তুলে নিয়েছেন পাঁচ উইকেট। আর তা নেওয়ার পরে তিনি জানিয়েছেন ম্যাচে খেলতে নেমেছিলেন অন্ততপক্ষে একটা উইকেট পাওয়ার লক্ষ্য নিয়ে। তবে এক ইনিংসেই পাঁচ উইকেট তুলে নেওয়াটা তাঁর কাছে খুবই স্পেশাল।
বিরাট কোহলির উইকেট নেওয়ার পরে টড মার্ফির সেলিব্রেশন (ছবি-AP)
শুভব্রত মুখার্জি: নাগপুরে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে ভারত। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার থেকে ১৪৪ রানে এগিয়ে রয়েছে ভারত। তবে এই রানের ব্যবধান আরও বেশি বাড়তে পারত। তা সম্ভব হয়নি টড মার্ফির দুরন্ত বোলিং পারফরম্যান্সের কারণে। ভারতের বিরুদ্ধে অভিষেক টেস্টে খেলতে নেমেই বাজিমাত করেছেন তিনি। ইতিমধ্যেই তুলে নিয়েছেন পাঁচ উইকেট। আর তা নেওয়ার পরে তিনি জানিয়েছেন ম্যাচে খেলতে নেমেছিলেন অন্ততপক্ষে একটা উইকেট পাওয়ার লক্ষ্য নিয়ে। তবে এক ইনিংসেই পাঁচ উইকেট তুলে নেওয়াটা তাঁর কাছে খুবই স্পেশাল।
টড মার্ফি জানিয়েছেন, ‘ম্যাচে খেলতে নামার আগে ১টা উইকেট অন্তত নেব ভেবেছিলাম। তবে অভিষেকে ৫ উইকেট নেওয়াটা স্পেশাল। আমার কাছে এই সপ্তাহটা একেবারে অবিশ্বাস্য একটা সপ্তাহ। সবকিছু খুব তাড়াতাড়ি হয়েছে। যখন থেকে আমি জেনেছি আমি খেলব তারপর থেকে এখন পর্যন্ত সবকিছুই যেন খুব তাড়াতাড়ি হয়েছে। আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চেয়েছি। আমি একটা জিনিস নিশ্চিত করতে চাই তা হল আমার বডি ল্যাঙ্গুয়েজ যেন সবসময় ভালো থাকে। আমাকে দলের বাকি সদস্যরা বলেছিল ঘরোয়া ক্রিকেটে যেমন ভাবে খেলি তার থেকে আলাদা কিছু করার বা পরিবর্তন করার কোন দরকার নেই। আমি জাদেজা, অশ্বিন আর অক্ষরকে দেখছিলাম। ওঁরা কতটা ধারাবাহিকভাবে বোলিং করছিল তা দেখছিলাম। ওঁরা বেশি কিছু পরীক্ষা নিরীক্ষা করেনি। আমিই সেটাই করার চেষ্টা করছিলাম।’
কোন উইকেটটা নিয়ে তাঁর সব থেকে বেশি ভালো লেগেছে? এই প্রশ্নের উত্তরে মার্ফি যোগ করে বলেছেন, ‘যে বলটায় আমি বিরাট কোহলিকে আউট করেছি সেটা আমার সবথেকে পছন্দের। যদিও বলটা আমার সব থেকে ভালো বলের মধ্যে ছিল না। ওটা স্বপ্ন সত্যি হওয়ার মতন ছিল। যে মানুষটাকে আমি দীর্ঘদিন ধরে দেখেছি, আমাদের সকলের কাছে যে হিরো তাঁর উইকেট নিতে পারাটা খুব স্পেশাল। ও ব্যাট করতে আসার সময়ে যে চিৎকার, চেঁচামেচিটা হচ্ছিল তা যেন আমাকে কিছুটা হলেও ব্যাকফুটে নিয়ে গেছিল। ওঁর সঙ্গে একসঙ্গে মাঠ শেয়ার করতে পারাটাও খুব স্পেশাল ছিল। বিরাটের ব্যাট করতে নামার মুহূর্তটা চিরকাল আমার হৃদয়ে থাকবে। আমি ব্যাটের কানাতে আলতো ছোঁয়াটা শুনতে পাই। আশা করছিলাম যাতে করে ক্যারি(অ্যালেক্স) ক্যাচটা লুফতে পারে। সৌভাগ্যবশত ও সেটা পেরেছে। ও আজ দারুণ কিপিং করেছে। আমাকে কয়েকটা রিভিউ নিতে ও সাহায্য করেছিল। আমার বেশ কিছু উইকেট নেওয়ার ক্ষেত্রে ওঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ম্যাচটা শেষ পার্টনারশিপটার আগে পর্যন্ত ব্যালেন্সে ছিল। ওই দুজনকে (অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা) কৃতিত্ব দিতেই হবে।বল এখন ও অনেকটাই স্পিন করছে। তবে পিচে আলাদা করে কোন জুজু নেই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।