চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি মাত্র কয়েক মাস হল শুরু হয়েছে। কিন্তু অল্পদিনেই দর্শকদের নজর কেড়েছে আর্য এবং অপর্ণা থুড়ি জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের এই রসায়ন থেকে ধারাবাহিকের গল্প। ফল টিআরপিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার গল্পকে আকর্ষক করে তুলতে আসছে নতুন মোড়।