বাংলা নিউজ > বিষয় > Gokul chandra das
Gokul chandra das
সেরা খবর
সেরা ভিডিয়ো

ছোট থেকে বাবার হাত ধরে ঢাক শিল্পে আসা, অবশেষে পদ্মশ্রী উপাধি পেয়ে সম্মানের শীর্ষে পৌঁছে গেলেন ঢাকি সম্রাট গোকুলচন্দ্র দাস। বাংলার মুখ উজ্জ্বল করে বাড়ি ফেরার পরেই উচ্ছ্বাসে মেতে উঠল উত্তর ২৪ পরগণা জেলার মছলন্দপুরের মানুষ। জানুয়ারি মাসের ২৫ তারিখ পদ্মশ্রী উপাধি পান মছলন্দপুরের ঢাকি সম্রাট। ফুলের মালা, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাড়ি ফেরার পথে সংবর্ধনা জানানো হয় তাঁকে। এই ঢাক শিল্পকে বাঁচিয়ে রাখতে ঢাকিদের জন্য একটি অ্যাকাডেমি খোলার ইচ্ছাপ্রকাশ করেছেন গোকুলচন্দ্র দাস।