জনসমক্ষে সাবার হাতে হাত রাখলেন হৃতিক! বসন্তের দিনে উস্কানি পেল জল্পনা
চলছে বসন্তকাল। তবে বলিউডে 'বসন্ত' অনেকের জীবনেই প্রভাব ফেলছে! সদ্য সাবা আজাদের সঙ্গে হৃতিক রোশনের সম্পর্ক নিয়ে নানান জল্পনা শুরু হয়। হৃতিককে যে তౠিনি ডেট করছেন তা কার্যত মেনেও নিয়েছেন সাবা। এরপর মুম্বই এয়ারপোর্টে হাতে হাত রেখে চলতে দেখা গেল হৃতিক ও সাবাকে। দুজনের পরনে ছ𝔍িল ক্যাজুয়াল পোশাক। মুখ ঢাকা ছিল মাস্কে। তবে এভাবে তাঁদের হাতে হাত রেখে চলা বহু জল্পনাকে উস্কানি দিয়েছে বলে মনে করা হচ্ছে।