Updated: 25 Jul 2020, 10:54 AM IST
লেখক Ayan Das
রাজস্থান সংকট নিয়ে একদিকে যেমন চিন্তিত, অন্যদিকে ক্ষুব্ধও বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল। ‘হিন্দুস্তান টাইমস’-এর ন্যাশনাল পলিটিকাল এডিটর সুনেত্রা চৌধুরির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নাম না করে সিব্বল বলেন, ‘আরও আগেই রাজস্থান সংকট মিটে যাওয়া উচিত ছিল। কিন্তু কখনও কখনও কেউ কেউ থাকেন, যিনি সমস্যা মেটাতে চান না।’ আর কী বলেছেন সিব্বল, দেখে নিন ভিডিয়োয় -