Updated: 28 Jul 2020, 06:59 PM IST
HT Bangla Correspondent
মধ্যপ্রদেশের শিওপুরের বাসিন্দা মধু আর্য। এবছর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সে ৯৭ শতাংশ পেয়েছে। রাজ্যে বিজ্ঞান শাখায় তৃতীয় স্থান পেয়েছে সে। এটি কৃতিত্বের হলেও এরকম আরো অনেক মেধাবী ছাত্র-ছাত্রী আছেন। কিন্তু যদি বলি মধুর বাবা রাস্তায় জুতো সেলাই করেন। ভোর চারটের সময় উঠে আট-দশ ঘণ্টা পড়ত সে। এরপর সংসারের কাজ সামলে পড়াশুনো করত মধু।
ডাক্তার হওয়ার স্বপ্ন এই সপ্তদশীর। কিন্তু পরিবারের সামর্থ্য নেই। তাহলে কী থমকে যাবে এই প্রতিভাময়ীর কেরিয়ার। এখন সেই নিয়েই চিন্তিত মধু ও তাঁর পরিবার। সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন মধু। মেয়ে এত ভালো ফল করায় খুশি মধুর পরিবার। এক চিলতে ঘরে ভিড় জমিয়েছেন আত্মীয়স্বজন, পাড়ার লোকেরা। আনন্দের মধ্যেও শুধু একটাই কাঁটা। পড়াশোনা চালিয়ে যেতে পারবে তো এই তরুণী।