বাংলা নিউজ >
দেখতেই হবে >
প্রবীণ তাম্বের সঙ্গে শ্রেয়স তলপড়ের ট্রেনিং! কেমন ছিল সেই প্রশিক্ষণ পর্ব? দেখুন
Updated: 01 Apr 2022, 11:07 PM IST
লেখক Sritama Mitra
আইপিএল-এর মঞ্চে সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার প্রবীণ... more
আইপিএল-এর মঞ্চে সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার প্রবীণ তাম্বের পরিচিতি অনেকেরই জানা। যখন তাঁকে ২০১৩ সালে রাজস্থান রয়্যালস টিমে জায়গা দেয়, তখন থেকেই এই তকমা। তার আগে পর্যন্ত ৪১ বছর বয়সী এই ক্রিকেটার কখনওই ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেননি। তবে সফল ক্রিকেটার হওয়ার স্বপ্ন তিনি কখনও ছেড়ে দেননি। সম্প্রতি তাঁকে নিয়ে বলিউডে একটি বায়োপিকও উঠে এসেছে। 'কৌন হ্যায় প্রবীণ তাম্বে' ছবিতে প্রবীণের ভূমিকায় অভিনয় করছেন শ্রেয়স তলপড়ে। ছবিটি ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে ১ এপ্রিল। ছবির জন্য প্রবীণ তাম্বের সঙ্গে আলাদা করে ট্রেনিং করেন অভিনেতা শ্রেয়স। এই ট্রেনিংয়ের প্রতিটি মুহূর্তও কিছু কম আকর্ষণীয় নয়।