Updated: 17 Dec 2024, 05:47 PM IST
লেখক Tulika Samadder
চলতি বছরের অগস্ট মাসে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রাহুল ও প্রীতি। এবার সেই খুদেকে কোলে নিয়ে ভিডিয়ো শেয়ার করলেন সোহেল। দেখা গেল বালিশ কোলে নিয়ে, একরত্তিকে ঘুম পাড়াচ্ছেন মামা। সেই ভিডিয়ো ইনস্টাগ্রাম স্টোরিত শেয়ার করেন সোহেল। লেখেন, ‘মোটেও সোজা কাজ না’। আর ভিডিয়োতে ট্যাগ করেন মেয়ের মা-বাবা অর্থাৎ 'ধুলোকণার মিনি দিদি’ অর্থাৎ অভিনেত্রী প্রীতি বিশ্বাস ও হরগৌরী পাইস হোটেল-খ্যাত রাহুল মজুমদারকে।