তৃণমূলি মহিলা পঞ্চায়েত প্রধানকে গণধর্ষণ ও অ্যাসিড হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল ঠিকাদারদের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের এক পঞ্চায়েত প্রধানকে গণধর্ষণের হুমকি দিয়েছেন ঠিকাদাররা। এই মর্মে ৫ ঠিকাদারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা পঞ্চায়েত প্রধান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূলের তরফে জানানো হয়েছে, অভিযোগ সত্যি প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করবে পুলিশ।হুমকির মুখে পড়া ওই মহিলা পঞ্চায়েত প্রধানের অভিযোগ, গত ২১ মে প্রথমে পঞ্চায়েতে গিয়েছিলেন সেখান থেকে তিনি যান পাইকর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। সেখানে তাঁকে গণধর্ষণের হুমকি দেন ৫ জন ঠিকাদার। পঞ্চায়েত প্রধানের দাবি, টেন্ডারে বেনিয়ম করাতে বাধা দেওয়ায় তাঁকে গণধর্ষণের পাশাপাশি নগ্ন করে ঘোরানোরও হুমকি দেন ঠিকাদাররা। এমনকী অ্যাসিড হামলা ও অপহরণেরও হুমকি দিয়েছে তারা। অভিযুক্তের তালিকায় নাম রয়েছে ঠিকাদার অর্ধেন্দু দাস, সইফুল শেখ, ফজলে শেখ, সুরজ শেখ ও এনামুল শেখের। ইতিমধ্যে পাইকর থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান।পালটা অভিযুক্ত ঠিকাদারদের দাবি, হুমকি দেওয়ার অভিযোগ একেবারে মিথ্যা। ওই পঞ্চায়েত প্রধান নিজের ইচ্ছা মতো টেন্ডার ডাকেন। নিজের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেন। তার প্রতিবাদ করায় তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন ওই প্রধান।এই ঘটনায় বিস্মিত বীরভূমে তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ যদি সত্যি হয় তাহলে পুলিশ কঠোর পদক্ষেপ করবে।’