রাজ্য সরকার আপনাদের ভুল বোঝাচ্ছে। আন্দোলন করেও চাকরি ফিরে পাবেন না। আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের সোজা সাপটা জানিয়ে দিলেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য। শনিবার বর্ষীয়ান এই আইনজীবীর বাড়িতে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। তবে সেখান থেকে নিরাশ হয়েই ফিরতে হয় তাঁদের।
শনিবার সকালে বিকাশবাবুর বাড়িতে যান বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধিদল। কোনও ভাবে চাকরিহারা শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়া সম্ভব কি না, তা জানতে চান তাঁরা। বিকাশবাবু জানান, রাজ্য সরকার পুনর্বিবেচনার আর্জি জানিয়ে চাকরিহারাদের ভুল বোঝাচ্ছেন। আদালতের রায় মানলে চাকরিহারা শিক্ষকদের চাকরি ফেরানো অসম্ভব। তাই আন্দোলন না করে পরীক্ষার প্রস্তুতি শুরু করা উচিত চাকরিহারা শিক্ষকদের।
বিকাশবাবু জানিয়েছেন, রাজ্য সরকার যে হলফনামা দিয়ে যে ৭,২৫০ জন অযোগ্যে কথা দিয়েছে প্রকৃত অযোগ্যের সংখ্যা তার থেকে অনেক বেশি। যার সঠিক সংখ্যা সরকারও জানে না।
বঞ্চিত চাকরিপ্রার্থীদের হয়ে বিকাশ ভট্টাচার্যের লড়াইয়ের ফলেই প্রকাশ্যে এসেছে গোটা SSC নিয়োগ দুর্নীতি। একে একে জেলে গিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। যে জন্য বারবার মুখ্যমন্ত্রীর রোষানলে পড়তে হয়েছে বিকাশবাবুকে।