আইপিএল ২০২৫-র ম্যাচে দিল্লি ক্যাপিাটলসকে উড়িয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মাস্ট উইন ম্যাচে ৫৯ রানে জিতে তাঁরা প্লে অফে জায়গা করে নিয়েছে। প্লে অফে যেতে গেলে মুম্বইকে এই ম্যাচ জিততেই হত, আর সেটাই তাঁরা করে দেখিয়েছেন। শুরুটা তেমন দ্রুত গতিতে করতে না পারলেও সূর্যকুমার যাদবের দুরন্ত পারফরমেন্সে ভর দিয়ে শেষটা ভালোই করেছিল মুম্বই। এরপর স্যান্টনার, বুমরাহদের দাপটে ৫৯ রানে দিল্লিকে হারিয়ে প্লে অফে প্রবেশ করে তাঁরা। আর ম্যাচ জয়ের পরই মুম্বই ইন্ডিয়ান্সের তরফে নীতা আম্বানির একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গেল।
দিল্লিকে হারানোর পরই সমর্থকদের উদ্দেশ্যে নীতা আম্বানি হাত দিয়ে ইশারা করে দেখায় ৬। অর্থাৎ আইপিএলের ষষ্ঠ ট্রফি জয়ের লক্ষ্যে যে তাঁরা এগোচ্ছেন, সেটাই তিনি বোধাতে চেয়েছেন বলে মনে করছে নেটমাধ্যম। মুম্বইয়ের জয়ের পর তাঁর দিকেই ক্যামেরা ফোকাস করা ছিল। তাই নীতা আম্বানির এই ইশারা বা সংকেত সহজেই ধরা পড়ে যায় ক্যামেরার লেন্সে। আর সেই ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে।
কারণ এখনও পর্যন্ত আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। তাঁরা পাঁচবার করে আইপিএল খেতাব জিতেছে। এককভাবে কেউ এই ট্রফি জয়ের নিরিখে ওপরে নেই। চেন্নাই সুপার কিংস অনেক আগেই এবারের আইপিএলের প্লে অফের দৌড় থেকে বিদায় নিয়েছে। তাই মুম্বই প্লে অফে ওঠায় তাঁদের কাপ জয়ের সম্ভাবনা শুধু বাড়লই না, নয়া রেকর্ডের হাতছানিও এখন তাঁদের সামনে। বরাবরই কাপ ভাগ্য সাত দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। হার্দিক পাণ্ডিয়াও মরিয়া শেষ চারবার আইপিএলে ক্যাপ্টেন্সি করে ৩বারই দলকে ফাইনালে তুলতে ও দুবার আইপিএল চ্যাম্পিয়ন হতে।
একঝলকে সেই ভিডিয়ো
নীতা আম্বানি এই ম্যাচের শেষে রোহিত শর্মার সঙ্গেই গোটা মাঠ ঘোরেন। সেখানেই রোহিত শর্মা টেনিস বল উপহার দিচ্ছিলেন সমর্থকদের। এই মাঠেই প্লে অফের খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে আর ফাইনাল হবে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এবারের আইপিএলে শুরুর পাঁচটা ম্যাচর মধ্যে চারটিতেই হারে এমআই, কিন্তু এরপর ৮ ম্যাচের মধ্যে সাতটিতেই তাঁরা জিতেছে। আর তাতেই প্লে অফ নিশ্চিত হয়ে গেছে এক ম্যাচ বাকি থাকতেই। সোমবার তাঁদের ম্যাচ রয়েছে পঞ্জাব কিংসের সঙ্গে, সেই ম্যাচ জিতলে টপ টুতেও শেষ করার সুযোগ থাকছে রোহিত শর্মাদের কাছে।