আইপিএলে বুধবার রাতে দিল্লি ক্যাপিটালসকে ৫৯ রানে হারিয়ে প্লে অফে পৌঁছে গেছে হার্দিক পাণ্ডিয়াদের মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলের শুরুতে দেখে মনে হচ্ছিল মুম্বই হয়ত গতবারের মতোই সাধারণ মানের পারফরমেন্স করবে, কিন্তু বুমরাহ চোট সারিয়ে সঠিক সময়ে ফেরার পর থেকেই তাঁদের পারফরমেন্স আমুল বদলে গেছে। পরপর জিততে থেকে এমআই, ধারাবাহিকতা দেখিয়েই তাঁরা প্লে অফ নিশ্চিত করে ফেলেছে এক ম্যাচ বাকি থাকতেই।
এদিকে এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস হেরে যাওয়ায় তাঁদের কাছে আর প্লে অফে যাওয়ার রাস্তা খোলা রইল না। এমনিতেই জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, মিচেল স্টার্কদের অনুপস্থিতিতে দিল্লির অবস্থা ভালো ছিল না। তাঁর মধ্যে এই ম্যাচের আগে অধিনায়ক অক্ষর প্যাটেল অসুস্থ থাকায় তিনি মাঠে নামতে পারলেন না। আর তাঁর দলও হারল ৫৯ রানে।
জরিমানার পাশাপাশি ডিমেরিট পয়েন্ট মুকেশ কুমারকে
এই ম্যাচেই আইপিএলের বিধিভঙ্গ করে জরিমানার মুখে পড়লেন দিল্লি ক্যাপিটালসের পেসার মুকেশ কুমার। তাঁর ১০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। এছাড়াও একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হল মুকেশকে। তাঁর বিরুদ্ধে আর্টিকেল ২.২ -র লেভেন ওয়ান অফেন্সের অভিযোগ রয়েছে। অর্থাৎ মাঠের কোনও ক্রিকেট সরঞ্জামকে নষ্ট করা বা ক্ষতি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
আইপিএলের তরফে বিবৃতিতে বলা হয়েছে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন মুকেশ কুমার, অর্থাৎ ভারতীয় দলের এই পেসার যে ভুল কাজ করেছেন সেটা নিজেও স্বীকার করে নেন তিনি। আইপিএলের বিধিভঙ্গের ক্ষেত্রে লেভেন ওয়ান প্রকারের দোষের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হয়।
বাজে বোলিং করেন মুকেশ কুমাররা
আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে দিল্লি ক্যাপিটালস এক লজ্জার রেকর্ড গড়ল। তাঁরাই প্রথম দল যারা আইপিএলে নিজেদের প্রথম চারটি ম্যাচ জেতার পরেও প্লে অফে উঠতে পারলেন না। বল হাতে মুকেশ কুমার এদিন বেশ খরুচে হন। তাঁর শেষ ওভারে নমন ধীর দুটি চার এবং দুটি ছয় মারে। মুকেশ ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন। মুম্বই ২০ ওবারে ৫ উইকেটে ১৮০ রান করেছিল, এর মধ্যে শেষ দুই ওভারেই মুম্বই তোলে ৪৮ র। জবাবে ১৮.২ ওভারের মধ্যেই ইনিংস শেষ হয়ে যায় দিল্লি ক্যাপিটালসের। ফলে ৫৯ রানে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লির এখনও একটি ম্যাচ বাকি রয়েছে পঞ্জাব কিংসের সঙ্গে।