১৪তম ওভারে একটি বল শট মারেন টিম ডেভিড। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের মারা বল গিয়ে লাগে দর্শক আসনে থাকা এক সমর্থকের মুখে। তাঁঁর দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছে দিল্লি ক্যাপিটালস দল।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টিম ডেভিড। ছবি- এপি
আইপিএলে এখনও পর্যন্ত দাগ কাটতে ব্যর্থ হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম ডেভিড। গতবার আইপিএলে করেছিলেন ১৬ ম্যাচে ২৩১ রান। এবার তুলনায় রানের গড় বেশি, ৯ ম্যাচে করেছেন ১৮২ রান। তবে দলের প্রয়োজনের সময় জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন তিনি। মূলত তাঁকে ফিনিশার হিসেবে দেখতে চেয়েছিল বলেই ক্যামেরন গ্রিনকে ছেড়ে দেওয়ার ঝুঁকি নিয়েছিল মুম্বই। এর আগে টিম ডেভিড এবং ক্যামেরন গ্রিন একইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের মিডল অর্ডারে খেলতেন। কিন্তু আশা পূরণে একদমই ব্যর্থ হয়েছেন ডেভিড। দলকে এখনও পর্যন্ত সেই নির্ভরতা দিতে পারেননি অস্ট্রেলিয়ার এই ব্যাটার।
এরই মধ্যে কদিন আগে বিতর্কে জড়িয়েছিলেন দলের ক্রিকেটারকে ডাগ আউট থেকে রিভিউয়ের নির্দেশ দিতে গিয়ে ধরা পড়ে। আম্পায়াররা ব্যবস্থা না নিলেও টিভিতে স্পষ্ট দেখা যায় তিনি ক্রিকেটারদের রিভিউ নিতে বলছিলেন। এমনিতেই মুম্বইতে অশান্তি লেগেই ছিল অধিনায়ক বদল নিয়ে। তারওপর পরপর ম্যাচ হেরে এখন আইপিএলে তাঁদের স্থান ৯ নম্বরে। জিতেছে ৯টির মধ্যে মাত্র ৩টে ম্যাচ। দিল্লির বিপক্ষে ২৫৭ রান তাড়া করতে নেমে ১০ রান দুরেই থেমে যায় মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস। টিম ডেভিড করেন ১৭ বলে ৩৭ রান। এরই মধ্যে ডেভিড একটি বল ছয় মারেন, আর সেই বল সপাটে গিয়ে লাগে এক দর্শকের মুখে। বেশ যন্ত্রণা পেতে দেখা যায় সেই দর্শককে।
ম্যাচের ১৪তম ওভারে খলিল আহমেদের বলে ছয় মারেন ডেভিড। সেই বল দর্শকের আসনে একজন ধরতে যান। কিন্তু তাঁর হাতে লেগে সেই বল পাশে দাঁড়িয়ে থাকা একজনের মুখে লাগে। সজোরে মারা শটে বেশ গতি ছিল। এরপর যন্ত্রণা পেয়ে মুখে রুমাল চাপা দেন সেই দর্শক।
সেই দৃশ্য দেখতেই দিল্লি ক্যাপিটালস দলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়। সেই সমর্থক দিল্লি ক্যাপিটালস দলের জার্সি পড়েই মাঠে এসেছেন।
সেই ক্রিকেটভক্ত আপাতত সুস্থ আছেন বলেই জানা গেছে। দিল্লি ক্যাপিটালসের পরের ম্যাচ রয়েছে সোমবার কলকাতার ইডেন গার্ডেন্সে। এখন লিগের যা অবস্থা তাতে প্লে অফের রাস্তা খোলা রাখতে গেলে তাঁদের এই ম্যাচ থেকে জয় প্রয়োজন। কারণ ১০ ম্যাচ খেলে দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট ১০। ফলে কলকাতার বিপক্ষে জিততে পারলে, তাঁরা কিছুটা অ্যাডভান্টেজ জায়গায় যেতে পারবে। অবশ্য পন্ত, ম্যাকগার্করা যে ছন্দে আছেন। তাতে কলকাতার বিরুদ্ধে তাঁদের ব্যাট থেকে ভালো পারফরমেন্স আশা করাই যায়। এদিকে টিম ডেভিডদের পরের ম্যাচ মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে।