২০২৩ সালের মাঝামাঝি নিজেদের ডিভোর্সের কথা প্রকাশ্যে আনেন নবনীতা দাস। চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে আলাদা হন জিতুর থেকে। ভালো থাকার জন্যই আলাদা হয়েছিলেন তাঁরা। সময় না দেওয়ার অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। তবে সেই সব এখন অতীত। বর্তমানে নিজের জীবনকে নিজের মতো করে বাঁচছেন নায়িকা। চুটিয়ে উপভোগ করছেন প্রতিটা মুহূর্তকে। কিন্তু আর কি সংসার বাঁধার ইচ্ছে রয়েছে নায়িকার?
আরও পড়ুন: মেগার নায়ক তিনি, দু'বার ভেঙেছে সম্পর্ক, সম্প্রতি সেরেছেন বিয়েও! চেনেন অভিনেতাকে?
আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নায়িকা বলেন, ‘আমি সংসার করছি তো। আমার নিজের বাড়ি আছে। সংসারের সব সামলে তার পর ঘুরতে, বেড়াতে হয়। বিয়ে মানেই সংসার। কিন্তু, সংসার মানেই বিয়ে নয়। আমি তো এখনও সংসার করছি। তবে এটা একটু অন্য রকম সংসার। বিয়ে মানে শুধুমাত্র একটি পার্টনারশিপ।’ কিন্তু আর কি বিয়ে নামক সেই পাটনারশিপের ইচ্ছে আছে নবনীতার? নায়িকার কথায়, ‘আমি ভেবেচিন্তে আগেও কিছু করিনি। আগামী দিনেও করব না। আমি এতটুকু বলতে পারি, আমার জীবন পরিপূর্ণ। জানি না, পরিবার হলেই জীবনটা পরিপূর্ণ হয় কি না! আমার তো এই জীবনটা ভালো লাগছে।’
আরও পড়ুন: 'দুঃসংবাদের আশঙ্কায় দিন গুনছিলাম…', কাছের মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরে পেয়ে লিখলেন শ্রীময়ী
তবে বাংলা মেগার হাত ধরে বিনোদন জগতে পা রাখেন তিনি। তবে মাঝে বেশ অনেকটা সময়ের জন্য মেগায় তাঁর দেখা মেলেনি। সম্প্রতি মুম্বইয়ের বিলাসবহুল হোটেল থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তবে কি সেখানেই পাকাপাকি ভাবে থাকতে চলেছেন নবনীতা? এবার কি তবে বলিউডে দেখা মিলবে তাঁর? আনন্দ বাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নায়িকা জানান, মুম্বইয়ে তাঁর বিয়ের বাড়ি ছিল। বহুদিনের ইচ্ছে ছিল, সেখানকার ঐতিহ্যবাহী হোটেলে ক’টা দিন কাটাবেন। তাই বিয়েবাড়ির পর সেখানে কটা দিন থাকলেন নায়িকা।
আরও পড়ুন: জুনেই কোল আলো করে আসবে সন্তান, তার আগে পরমকে ছাড়াই ঘুরতে বের হলেন পিয়া! সঙ্গে ছিল কে?
তিনি বর্তমানে একটু বেছে কাজ করতে চান। এখনই ধারাবাহিকে ফিরতে চান না। দিনে ঘণ্টার পর ঘণ্টা কাজের অভ্যাসটা চলে গিয়েছে তাঁর। তবে তাঁর ব্যবসা রয়েছে। সেটাই মন দিয়ে আপাতত করতে চান নবনীতা।