Indian Test team Probable playing XI: ইংল্যান্ড সিরিজে কারা থাকতে পারেন প্রথম একাদশে? সিরিজের প্রথম টেস্ট অর্থাৎ লিডস টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশ কী হতে পারে? চলুন দেখে নেওয়া যাক।
২০ জুন থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এই সিরিজের জন্য ভারতের পূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে। নতুন অধিনায়ক শুভমন গিল এবং সহ-অধিনায়ক ঋষভ পন্তকে নিয়ে তৈরি হয়েছে নতুন ভারতীয় দল।
রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট থেকে অবসর নেওয়ার পরে নতুন যুগের সূচনা করতে তৈরি ভারতীয় ক্রিকেটে। তাদের জায়গা পূরণ করতে এবার দলে এসেছে কিছু নতুন মুখ এবং বদল এসেছে ব্যাটিং অর্ডারে। লিডসে প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে চলুন দেখে নেওয়া যাক—
ভারতের সম্ভাব্য একাদশ (প্রথম টেস্ট, লিডস, ইংল্যান্ডের বিরুদ্ধে)
১) যশস্বী জসওয়াল – দুর্দান্ত ফর্মে থাকা এই বাঁহাতি ওপেনার রোহিত শর্মার জায়গায় ইনিংস শুরু করতে পারেন।
২) কেএল রাহুল – রোহিতের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া সফরেও ওপেন করেছিলেন। এবারও ওপেন করতে পারেন কেএল রাহুল।
৩) সাই সুদর্শন – তামিলনাড়ুর এই ব্যাটসম্যানের টেস্টে অভিষেক হতে পারে বলে মনে করা হচ্ছে। কোহলির বিদায়ের পর ৩ নম্বরে ব্যাট করতে পারেন সাই সুদর্শন।
৪) শুভমন গিল (অধিনায়ক) – প্রথমবারের মতো টেস্টে নেতৃত্ব দেবেন শুভমন গিল। এই সময়ে তিনি ৪ নম্বরে ব্যাট করতে পারেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন …. কেন শুভমন গিলকেই অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হল? কী বললেন অজিত আগরকর?
৫) ঋষভ পন্ত (সহ-অধিনায়ক ও উইকেটকিপার) – উইকেটের পিছনে ও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি হয়তো পাঁচ নম্বরের জায়গাটা সামলাবেন।
৬) নীতীশ কুমার রেড্ডি – ইংল্যান্ড সফরে ইতিমধ্যেই অভিষেক হয়েছে। ভালো পারফরম্যান্সের পর একাদশে জায়গা ধরে রাখতে পারেন। নীতীশ হয়তো ছয় নম্বর সামলাতে পারেন। বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন নীতীশ।
৭) রবীন্দ্র জাডেজা – অভিজ্ঞ এই অলরাউন্ডার ব্যাট ও বল দুই বিভাগেই ভারসাম্য আনবেন দলে। ব্যাট হাতে হয়তো সাত নম্বরে তাঁকে দেখা যেতে পারে।
৮) কুলদীপ যাদব – ইংল্যান্ডের কন্ডিশন স্পিনারদের পক্ষে না হলেও, তার বৈচিত্র্য ও রিস্ট-স্পিন তাকে একাদশে জায়গা দিতে পারে।
আরও পড়ুন …. রোহিতের জায়গায় শুভমনকে টেস্টে অধিনায়ক করে কি বড় ভুল করল BCCI? জানেন কি গিলের লাল বলের রেকর্ড?
৯) প্রসিদ্ধ কৃষ্ণা – গতি ও বাউন্স আছে তার মধ্যে। গত সিরিজে ভালো খেলেছেন, একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।
১০) জসপ্রীত বুমরাহ – দলের পেস আক্রমণের নেতা, যদি সম্পূর্ণ ফিট থাকেন তাহলে তিনিই নেতৃত্ব দেবেন বোলিং ইউনিটে।
১১) মহম্মদ সিরাজ – সম্প্রতি টেস্টে বিশেষ ছাপ ফেলতে না পারলেও, অভিজ্ঞতার কারণে প্রথম টেস্টে খেলতে পারেন।
ভারতের পূর্ণ স্কোয়াড:
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জসওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ইশ্বরণ, করুণ নায়ার, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব
আরও পড়ুন …. আমরা ওদের খুব মিস করব… ইংল্যান্ড সফরের আগে কোহলি-রোহিত-অশ্বিনের অবসর কী দলকে চাপে ফেলল? কী বললেন আগরকর?
ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ সূচি:
১ম টেস্ট
২০ জুন - ২৪ জুন ২০২৫
ভেন্যু: হেডিংলি, লিডস
সময়: বিকেল ৩:৩০ (ভারতীয় সময়)
২য় টেস্ট
২ জুলাই - ৬ জুলাই ২০২৫
ভেন্যু: এজবাস্টন, বার্মিংহাম
৩য় টেস্ট
১০ জুলাই - ১৪ জুলাই ২০২৫
ভেন্যু: লর্ডস, লন্ডন
৪র্থ টেস্ট
২৩ জুলাই - ২৭ জুলাই ২০২৫
ভেন্যু: ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার
৫ম টেস্ট
৩১ জুলাই - ৪ আগস্ট ২০২৫
ভেন্যু: কেনিংটন ওভাল, লন্ডন
এখন দেখার বিষয়, ইংল্যান্ডের কঠিন মাটিতে শুভমন গিলের নেতৃত্বে নতুন ভারতীয় দল কেমন পারফর্ম করে?