'আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল', প্রচলিত এই প্রবাদটি কমবেশি প্রায় সকলেই শুনে থাকবেন। প্রথা অনুযায়ী, দোলপূর্ণিমার ঠিক আগেরদিনই ন্যাড়াপোড়া-র রীতি পালিত হয়। আবার কোনও কোনও জায়গায় হোলিকা দহনও হয়। কোথাও কোথাও একে চাঁচর পোড়াও বলা হয়ে থাকে। আর এই রীতি মেনেই , ১৩ মার্চ রাতে ন্যাড়াপোড়া-র এক আয়োজনে সামিল হয়েছিলেন অভিনেত্রী, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
নিজের বিধানসভা এলাকা বরাহনগরের একটি এলাকার খোলা মাঠে ন্যাড়াপোড়া-র আয়োজনে সামিল হয়েছিলেন সায়ন্তিকা। তালপাতা জ্বালিয়ে তাঁকে এই রীতি পালনে দেখা যায়। নিজের ইনস্টাগ্রামের পাতায় নিজেই সেই ভিডিয়োটি পোস্ট করেছেন তিনি। যেখানে তালপাতা দিয়ে ছাউনি বানিয়ে সেগুলিতে আগুন ধরাতে দেখা যায়। আর সেই কাজটিই নিজের হাতে করেন অভিনেত্রী-বিধায়িকা। আগুন জ্বালানোর সময় মজা করে তাঁকে বলতে শোন যায়, ‘আমার ন্যাড়া ধরে গেছে গো… ।’
আবার সেই অগ্নিকুণ্ডের মধ্যে ডাব ছুঁড়ে দিতেও দেখা যায় তাঁকে। এদিন সবুজ ব্লাউজের সঙ্গে একটি হলুদ শিফন শাড়ি পরে এসেছিলেন সায়ন্তিকা। আগুন জ্বালানোর সময় উপস্থিত অনেকেই তাই তাঁকে আঁচল সামলে রাখার জন্য সচেতন করে দেন। এদিন বহু স্থানীয় মানুষ সেই রীতি পালনে যোগ দিয়েছিলেন। প্রথা শেষে সকলকে দোলের শুভেচ্ছাও জানান সায়ন্তিকা।