ভালো-খারাপের মিশেলেই জীবন। তবে এই দুই পরিস্থিতি যদি একসঙ্গে এসে হাজির হয় তখন? সেসময় আনন্দ করবেন, নাকি মন খারাপ, তা বোঝা হয় বড়ই দায়! টিভি তারকা শোয়েব-দীপিকার পরিবারের ছবিটা এখন খানিকটা এমনই।
জানা যাচ্ছে, শোয়েব-দীপিকার পরিবারের এসেছে নতুন সদস্য। মা হয়েছেন শোয়েব ইব্রাহিমের বোন সাবা, বাবা হয়েছেন অভিনেতার ভগ্নীপতি সানি। জানা যাচ্ছে, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন দীপিকার ননদ। বৃহস্পতিবারই নিজেদের সোশ্যায় মিডিয়ায় এই সুখবর সকলের সঙ্গে শেয়ার করেন সাবা-সানি। তাঁদের শেয়ার করা সেই ভিডিয়োতে শোয়েবের মা ও সানির পরিবারকে সদ্যোজাতকে দেখতে হাসপাতালে উপস্থিত হতে দেখা যায়। তবে সেখানে দেখা যায়নি শোয়েবকে। কারণটা দীপিকা।
জানা যাচ্ছে, দীপিকা কক্করের শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁর লিভারে থাকা টিউমারের অস্ত্রোপচার করা এখনও সম্ভব হয়নি। শোয়েব ইব্রাহিম জানান, দীপিকার প্রচণ্ড জ্বর, তাই আপাতত অপারেশন স্থগিত রাখা হয়েছে। অভিনেত্রী এই মুহূর্তে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর ১০৩-এর উপর জ্বর উঠে গিয়েছিল, তাঁর ফ্লু হয়েছে। এছাড়াও টিউমারের প্রচণ্ড যন্ত্রণার কারণে ওষুধ খেয়েও কোনও কাজ হচ্ছিল না।
শোয়েব জানান, ‘শারীরিক পরিস্থিতির কারণে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং অস্ত্রোপচার বিলম্বিত হচ্ছে। সোমবার অস্ত্রোপচারের করার কথা ছিল, কিন্তু জ্বর এবং শারীরিক পরিস্থিতির কারণে সেটা করানো সম্ভব হয়নি। তবে বুধবার ওর পেটের স্ক্যান করা হয়েছে। তবে রিপোর্ট এখনও আসেনি। অস্ত্রোপচার প্রয়োজন এবং স্ক্যানের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
এদিকে শোয়েব জানিয়েছেন, তাঁদের সন্তান রুহান যেহেতু এখনও দীপিকার বুকের দুধ খায়, সেজন্য তাঁরা চিন্তিত ছিলেন। তবে আপাতত এই অভ্যাস রুহানকে ছাড়ানো হয়েছে, সেও মায়ের অসুস্থতার কথা বুঝতে পারছে। তবে রুহান ভালো আছে বলেও জানান অভিনেতা।
এর আগে শোয়েব জানিয়েছিলেন, দীপিকার লিভারের বাম দিকের লোবে টিউমার হয়েছে এবং সেটি বেশ বড়। তবে এটা ক্যানসার কিনা, সেটা তাঁরা এখনও জানেন না।