সদ্য মুক্তি পেয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলার ছবি 'চন্দ্রবিন্দু'। এদিকে এরই মাঝে অঙ্কুশ ঐন্দ্রিলার জীবনে হাজির দারুণ একটা সুখবর। তাঁদের পরিবারে এসেছে খুদে এক সদস্য। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই সদ্যোজাতর সঙ্গে আলাপ করিয়ে ছবি পোস্ট করেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
অবাক হচ্ছেন! ভাবছেন কে এই খুদে?
তোয়ালে জড়ানো সেই সদ্যোজাতকে কোলে নিয়ে অঙ্কুশ লিখেছেন, ‘আমি মামা হলাম’। তবে কায়দা করে ইমোজি দিয়ে সেই নবজাতক শিশুটির মুখ ঢেকে দিয়েছেন অঙ্কুশ। এদিকে এই ছবিটি পোস্ট করা মাত্র অভিনেতাকে নানান প্রশ্ন করেছেন নেটনাগরিকরা।
একজন জানতে চেয়েছেন? ‘Congratulations, কিন্তু আপনি কবে বাবা হচ্ছেন?’ এর উত্তরে অঙ্কুশ কোনও জবাব না দিলেও বহু নেটনাগরিক মজা করে হেসেছেন। আরও একজনকে এই একই ধরনের প্রশ্ন করতে দেখা গিয়েছে। তিনিও লিখেছেন, 'Congratulations , সবই বুঝলাম কিন্তু বাবাটা কবে হবেন?' কারোর মন্তব্য, ‘এবার বাবা হওয়ার জন্য বিয়েটা করে নাও দাদা।’ কেউ আবার ক্যাপশান না পড়েই লিখেছেন, ‘কী বাবা হলেন নাকি?’ কারোর প্রশ্ন, ‘আপনার আর ঐন্দ্রিলার বাচ্চা নাকি?’
আরও পড়ুন-নীতু তাঁকে সরল মনে কাকা বলেই ডাকতেন, কিন্তু এভাবে ডাকতে বারণ করেন জিতেন্দ্র, কিন্তু কেন?
নিশ্চয় ভাবছেন এটা কার খুদেকে কোলে নিয়েছেন অঙ্কুশ? টলিপাড়ার পরিচিত মুখ চলচ্চিত্র পরিবেশক শতদীপ সাহার পরিবারে এসেছে কন্যা সন্তান। ফুটফুটে শিশু কন্যার জন্ম দিয়েছেন শতদীপের স্ত্রী দেবশ্রী। তাকেই কোলে নিয়ে এই ছবি পোস্ট করেছেন অঙ্কুশ। লিখেছেন তিনি মামা হয়েছেন।
প্রসঙ্গত, বহুদিন ধরেই অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ। তাঁদের সম্পর্কের বয়স প্রায় ১০ বছর। এবার তাঁদের সাতপাকে বাঁধা পড়তে দেখতে চান অনুরাগীরা। আর তাই অনেকেই অঙ্কুশের পোস্টে তিনি কবে বিয়ে করছেন, কবে বাবা হচ্ছেন, সেসব প্রশ্নও করে বসেছেন। যদিও তাঁরা আপাতত নিজেদের কেরিয়ার নিয়েই ব্যস্ত। সদ্য মুক্তি পেয়েছে এই জুটির ছবি 'চন্দ্রবিন্দু', খুব শীঘ্রই ‘মির্জা ২’ আসছে বলেও শোনা যাচ্ছে।