সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন প্রীতি জিন্টা। এমনকি এবিষয়ে বলিউডে নিজের সহকর্মীদের নীরবতা নিয়েও সোচ্চার হয়েছেন প্রীতি। আর এবার আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ১.১০ কোটি টাকা দান করলেন প্রীতি জিন্টা।
IPL-এ পঞ্জাব কিংসের সিএসআর কার্যকলাপের অংশ হিসাবে প্রীতি এই পদক্ষেপ করেছেন। দেশের জন্য প্রাণ দেওয়া সৈনিকদের স্ত্রী ও সন্তানদের পাশে থাকতে এই অনুদান দিয়েছেন তিনি। শনিবার জয়পুরে এক অনুষ্ঠানে প্রীতি জিন্টা বলেন, আমাদের সেনাদের সাহসী পরিবারের পাশে থাকাটা সম্মানের এবং দায়িত্বের।
শনিবার জয়পুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সাউথ ওয়েস্টার্ন কমান্ডের সেনা কমান্ডার, এডব্লিউডব্লিউএ-র আঞ্চলিক সভাপতি সপ্ত শক্তি এবং বেশ কয়েকটি সেনা পরিবার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রীতি জিন্টা বলেন, ‘আমাদের সেনাদের সাহসী পরিবারকে সমর্থন করাটা যেমন সম্মানের একই সঙ্গে দায়িত্বের। আমরা আমাদের সশস্ত্র বাহিনীর আত্মত্যাগের ঋণ শোধ করতে হয়ত পারব না। তবে আমরা তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাঁদের এগিয়ে যেতে সহায়তা করতে পারি। আমরা আমাদের সেনাদের জন্য গর্বিত এবং দেশ ও তার সাহসী সৈন্যদের প্রতি আমাদের সমর্থনে অবিচল।’
আরও পড়ুন-নীতু তাঁকে সরল মনে কাকা বলেই ডাকতেন, কিন্তু এভাবে ডাকতে বারণ করেন জিতেন্দ্র, কিন্তু কেন?
প্রসঙ্গত, এর আগে X হ্যান্ডেলে অপারেশন সিঁদুর নিয়ে কথা বলতে দেখা গিয়েছিল প্রীতি জিন্টাকে। সেই AMA সেশনে কথা বলার সময় অপারেশন সিঁদুর প্রসঙ্গে তাঁর সহকর্মীদের নীরব থাকা নিয়ে প্রশ্ন তোলেন। একজন জিগ্গেস করেন, ‘আপনার একাধিক সহকর্মীরা পহেলগাঁও জঙ্গি হামলায় কথা বললেও অপারেশন সিঁদুর প্রসঙ্গে অনেকেই চুপ রয়েছেন। আপনি ভারতের পক্ষে কথা বললেও অনেক বলি তারকা রয়েছেন যারা একেবারে নিশ্চুপ। এই প্রসঙ্গে আপনার মতামত কি?’
তখন কারোর নাম না করেই এবিষয়ে নিন্দা প্রকাশ করেন অভিনেত্রী। প্রীতি তখন বলেছিলেন, ‘আমি সবার কথা বলতে পারি না কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম প্রতিক্রিয়া জানান। তবে একজন ফৌজি ঘরের সন্তান হওয়ার সুবাদে এই ব্যাপারগুলি আমার খুব হৃদয়ের কাছের। একজন সেনার ঘাম, রক্ত, চোখের জল সবকিছুই খুব কাছ থেকে দেখেছি আমি। আমার তো মাঝে মাঝে মনে হয় সেনাদের থেকে আরও বেশি শক্তিশালী পরিবারের সদস্যরা।’
প্রীতির সিনেমা
প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন প্রীতি জিন্টা। তবে খুব শীঘ্রই তিনি সানি দেওলের 'লাহোর ১৯৪৭' ছবি থেকে ফের একবার বড়পর্দায় ফিরতে প্রস্তুত। ছবিটি প্রযোজনা করবে আমির খানের প্রযোজনা সংস্থা।