১ লাখ কোটি টাকার (১০.৬ বিলিয়ন ইউরো) চুক্তি প্রায় চূড়ান্ত হতে চলেছে ভারত ও ফ্রান্সের মধ্যে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে এমনটাই দাবি করা হল। এর ফলে ভারত এবং ফ্রান্সের বন্ধুত্ব এবং অংশিদারিত্ব আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। এই ১ লাখ কোটি টাকার চুক্তির মধ্যে ৬৩ হাজার কোটির চুক্তি করা হয়েছে ২৬টি রাফাল মেরিন যুদ্ধবিমানের জন্যে। এগুলির মধ্যে ২২টি হল সিঙ্গল সিটার যুদ্ধবিমান, বাকি ৪টি হল ডাবল সিটার যুদ্ধবিমান। এছাড়া ফ্রান্সের সাথে আরও তিনটি স্কর্পোন সাবমেরিন তৈরির চুক্তি করতে চলেছে ভারত। ভারতের মাজগাওঁ ডকে তিনটি সাবেরিন তৈরি করা হবে ফ্রান্সের সাহায্য নিয়ে। (আরও পড়ুন: ডিএ বৃদ্ধির পর সরকারি কর্মীরা আরও এক সুখবর পেতে পারেন, দাবি রিপোর্টে)
আরও পড়ুন: লাগবে AI যুদ্ধ? OpenAI-এর নিয়ন্ত্রণ পেতে ৯৭.৪ বিলিয়ন ডলার দর হাঁকলেন ইলন মাস্করা
উল্লেখ্য, বর্তমানে ফ্রান্সে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে, ক্যাবিনেট কমিটি ফর সিকিউরিটি চূড়ান্ত সবুজ সংকেত দিলেই রাফাল এবং সাবমেরিনের চুক্তি চূড়ান্ত হয়ে যাবে। মোদী মার্কিন সফর সেরে ভারতে ফিরলেই এই লাখ কোটি টাকার চুক্তি সম্পন্ন করা হতে পারে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। (আরও পড়ুন: মহাকুম্ভগামী ট্রেনে উঠতে না পেরে এসি কামরার জানলার কাচ ভাঙলেন বিহারে ভক্তরা)
উল্লেখ্য, দেশের প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের জন্য ২৬টি রাফাল মেরিন বিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে বাণিজ্যিক আলোচনা শুরু করেছিল ভারত। দুই ইঞ্জিনের ডেক-ভিত্তিক যুদ্ধবিমানের লাগবে এই রণতরীর জন্য। রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ফ্রান্স থেকে একটি প্রতিনিধি দল ভারতে এসেছিল। সেই সময়ই ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত আলোচনা হয়। জানা গিয়েছে, ভারতে তৈরি অস্ত্র যাতে এই রাফাল মেরিনে যোগ করা হয়, তার আবেদন জানানো হয়েছে ফ্রান্সকে। জানা গিয়েছে, আগের যে ৩৬টি রাফাল ভারত কিনেছিল, তাকে ভিত্তি করেই এই দফার রাফালের দাম নির্ধারণের দর কষাকষি চলেছিল।