কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১৫১ রান করেন চেতেশ্বর পূজারা। শুধু তাই নয়, কাউন্টিতে সাসেক্সের হয়ে ১০০ শতাংশ 'রেকর্ড' বজায় রাখলেন ভারতীয় তারকা। অর্থাৎ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে মাঠে নেমে যখনই ৫০ রান পার করেছেন, তখনই সেই ইনিংসটা শতরানে পরিণত করেছেন।
চেতেশ্বর পূজারা। (ফাইল ছবি, সৌজন্যে গেটি ইমেজস)
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আবারও শতরান হাঁকালেন চেতেশ্বর পূজারা। গ্লুসচেস্টারশায়ারের বিরুদ্ধে দুরন্ত শতরান করেন। শুধু তাই নয়, কাউন্টিতে সাসেক্সের হয়ে ১০০ শতাংশ 'রেকর্ড' বজায় রাখলেন ভারতীয় তারকা। অর্থাৎ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে মাঠে নেমে যখনই ৫০ রান পার করেছেন, তখনই সেই ইনিংসটা শতরানে পরিণত করেছেন। উল্লেখ্য, সাসেক্সের হয়ে মোট সাতটি শতরান করেছেন পূজারা। শেষপর্যন্ত ১৫১ রানে আউট হয়ে গিয়েছেন।
শনিবার ব্রিস্টলের সিট ইউনিক গ্রাউন্ডে গ্লুসচেস্টারশায়ারের বিরুদ্ধে যখন প্রথম ইনিংসে নামেন পূজারা, তখন তিনি ৯৯ রানে অপরাজিত ছিলেন। শতরান পূরণ করতে বেশিক্ষণ সময় নেননি পূজারা। ১৯১ বলে শতরান পূরণ করেন সাসেক্সের অধিনায়ক। যা সাসেক্সের হয়ে কাউন্টিতে ভারতীয় তারকা পূজারার সপ্তম শতরান। সেটাও মাত্র ১২ টি ম্যাচে করেছেন। শতরানের সময় ১৩ টি চার এবং একটি ছক্কায় সাজানো ছিল পূজারার ইনিংস।
শতরানের পরও অবশ্য থমকে পূজারা। বরং আরও বড় ইনিংস গড়তে থাকেন। ওলি কার্টারের সঙ্গে সাসেক্সের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। ২৩৬ বলে ১৫০ রানের গণ্ডিও পার করে পেলেন। শেষপর্যন্ত ২৩৮ বলে ১৫১ রান করে আউট হয়ে যান পূজারা। ২০ টি চার মারেন। দুটি ছক্কা মারেন সাসেক্সের অধিনায়ক। যে ইনিংসের সৌজন্যে বড় রান তুলেছে সাসেক্স।
পাঁচ সপ্তাহ পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবে ভারত। যে ইংল্যান্ডে এখন কাউন্টি খেলছেন পূজারা, সেখানেই ফাইনাল আছে। তাই পূজারার ফর্ম দেখে অত্যন্ত স্বস্তিতে থাকবেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা। বিশেষত ভারতীয় দলের জার্সিতে পূজারা দীর্ঘদিন ছন্দে ছিলেন না। সেইসঙ্গে ঋষভ পন্ত না তাকায় ভারতীয় দলের ব্যাটিং লাইন-আপ যথেষ্ট দুর্বল। তাই তিনে পূজারার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।