মহম্মদ সিরাজ হায়দরাবাদে তাঁর স্বপ্নের নতুন বাড়ি বানিয়েছেন। আর সিরাজের নতুন বাড়িতে গোটা আরসিবি দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন তারকা পেসার। নতুন বাড়িতে গোটা দলকে স্বাগত জানাতে গিয়ে কিছুটা হলেও তিনি যে নার্ভাস হয়ে পড়েছিলেন, সেটা স্পষ্ট করেই জানিয়ে দেন আরসিবি-র তারকা পেসার।
মহম্মদ সিরাজের বাড়িতে আরসিবি টিম।
শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে প্লে-অফের লড়াইয়ে জোরদার ভাবেই টিকে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বৃহস্পতিবার তারা মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। প্লে-অফে যেতে হলে এই ম্যাচে জিততেই হত আরসিবি-কে। বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা হয়েছে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর এই ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে আরসিবি প্লে-অফের ওঠার বড় দাবীদার হয়ে উঠেছে।
তবে হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামার আগে খোশমেজাজেই ছিল পুরো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিম। আরসিবি-র গুরুত্বপূর্ণ সদস্য তথা পেসার মহম্মদ সিরাজের বাড়ি হায়দরাবাদেই। সিরাজের নতুন বাড়িতে গোটা আরসিবি দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন তারকা পেসার। নতুন বাড়িতে গোটা দলকে স্বাগত জানাতে গিয়ে কিছুটা হলেও যে নার্ভাস ছিলেন সিরাজ, তা জানিয়ে দিলেন নিজেই।
পাশাপাশি তিনি জানিয়েছেন, স্বপ্নের বাড়ি তৈরির তাঁর যে ভাবনা ছিল, তা সফল হওয়ার ফলে তিনি খুশি। বিরাট কোহলি,ফ্যাফ ডু'প্লেসি সহ গোটা আরসিবি দলের সমস্ত ক্রিকেটার, সাপোর্ট স্টাফেরা সিরাজের নতুন বাড়িতে গিয়েছিলেন। সেখানে ভারতীয় ক্রিকেটাররা বিশেষ করে হায়দরাবাদি বিরিয়ানি খুব আনন্দ করে খান। সিরাজের পরিবারের সঙ্গে ছবি পর্যন্ত তুলেছেন বিরাট কোহলির সহ দলের তারকারা। আরসিবির অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে সেই অনুষ্ঠানের সমস্ত ছবি শেয়ার করা হয়েছে। হায়দরাবাদের জুবিলি হিলসে একটি নয়া বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন সিরাজ। আরসিবির ইউটিউব চ্যানেলে তাঁর বাড়িতে গোটা দলের সেই ভিজিট নিয়ে নিজের মতামত জানিয়েছেন সিরাজ।
তিনি বলেছেন, ‘আমার স্বপ্নের বাড়ি বানানোর ইচ্ছা পূরণ হয়েছে। আমার ইচ্ছে ছিল যে, শহরে (হায়দরাবাদ) আরসিবি দল আসার আগে যাতে আমার বাড়ির কাজ সম্পূর্ণ হয়ে যায়। আমি খুব খুশি গোটা আরসিবি দল আমার বাড়ি এসেছে। তারা তাদের সময় এখানে উপভোগ করেছে। আমি খুব গর্ব অনুভব করছি। আমি সমস্ত ক্রিকেটার এবং আরসিবি ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি আমার বাড়িতে আসার জন্য। আমি একটু নার্ভাস ছিলাম। আমি চিন্তা করছিলাম ওদের আমার বাড়ি ভালো লাগবে কী লাগবে না। হোস্ট হিসেবে একটু চিন্তিত ছিলাম আমি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।