পরবর্তী খবর
বাংলা নিউজ > ভাগ্যলিপি > Karwa Chauth 2021: ২৪ অক্টোবর করওয়া চৌথ, জানুন পুজো ও চন্দ্র দর্শনের সময় এবং পুজোর নিয়ম
স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনার জন্য বিবাহিত স্ত্রীরা করওয়া চৌথের ব্রত পালন করেন। চলতি বছর ২৪ অক্টোবর করওয়া চৌথ। এদিন মহিলারা নির্জলা উপবাস পালন করেন এবং রাতে চন্দ্র দর্শনের পর পারণ করেন। প্রচলিত ধারণা অনুযায়ী এই উপবাস করলে স্বামীর দীর্ঘায়ু লাভ সম্ভব এবং দাম্পত্য জীবন সুখে কাটে।
করওয়া চৌথের শুভক্ষণ
২৪ অক্টোবর, রবিবার সকাল ৩টে ০১ মিনিটে চতুর্থী তিথি শুরু হবে। ২৫ অক্টোবর সকাল ৫টা ৪৩ মিনিট পর্যন্ত চতুর্থী থাকবে। ২৪ অক্টোবর সন্ধে ৫টা ৪৩ মিনিট থেকে ৬টা ৫৯ মিনিট পর্যন্ত করওয়া চৌথ পুজোর শুভক্ষণ থাকছে।
করওয়া চৌথে সৃষ্টি হচ্ছে বিশেষ সংযোগ
চলতি বছর করওয়া চৌথের দিনে বিশেষ সংযোগ সৃষ্টি হচ্ছে। করওয়া চৌথের চন্দ্র রোহিণী নক্ষত্রে উদয় হবে। ২৪ অক্টোবর রাত ৮টা ০৭ মিনিটে চন্দ্র দর্শন হবে। এর পর উপবাস ভঙ্গ করতে পারবেন মহিলারা।
পুজোর নিয়ম
- সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে নিন।
- পুজো করে নির্জলা উপবাসের সংকল্প গ্রহণ করুন।
- এদিন শিব পরিবারের পুজো করা উচিত।
- সবার আগে গণেশের পুজো করুন। যে কোনও শুভ কর্মের আগে গণেশের পুজো করা উচিত।
- এর পর শিব, পার্বতী ও কার্তিকেয়র পুজো করুন।
- করওয়া চৌথের ব্রতয় চন্দ্রের পুজো করা হয়।
- চালুনিতে প্রদীপ রেখে চন্দ্র দর্শন করুন। তার পর সেই চালুনি দিয়ে নিজের স্বামীকে দেখুন।
- এর পর স্বামী জল পান করিয়ে নিজের স্ত্রীর উপবাস ভঙ্গ করেন।