বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে অন্যতম শক্তিশালী গ্রহ বলে মনে করা হয়। শনিদেব যেমন ক্রুড় গ্রহ, তেমনই তিনি দণ্ডনায়কও। শনিদেবের চলনের প্রভাব সমস্ত রাশিতে পড়তে থাকে। তাঁর নানান চলনের প্রভাব দেশ দুনিয়াতেও নানানভাবে পড়ে। ২৬ মে ২০২৫ সালে, এই শনিদেবই তৈরি করতে চলেছেন ত্রিএকাদশ যোগ। সঙ্গে থাকবেন বুধ। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। শনিদেবের গতির ফলে কোন কোন রাশি লাভ পাবে দেখা যাক।
কুম্ভ
আপনার ভালো সময় কাটতে পারে ভাইবোনদের সঙ্গে। দীর্ঘ দিন ধরে জীবনে যে সমস্যা চলছে, তা থেকে মুক্তি পেতে পারেন। আপনার জীবনে শনিদেবের সাড়েসাতির শেষ পর্যায় চলছে। এমন সময় শনিদেবের কৃপায় সমস্ত বিগড়ে থাকা কাজ এবার ঠিক হতে শুরু করবে। শিক্ষা ক্ষেত্রে পাবেন দারুন লাভ। সমস্ত আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে। বহু ক্ষেত্র থেকে এবার লাভ পেতে থাকবেন। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন।
( দেবগুরু বৃহস্পতি স্বয়ং কৃপা করেন এই রাশিগুলিকে! কী মেলে ভাগ্যে?)
( শনি জয়ন্তীর ঠিক ১১ দিন বাদে কর্মফলদাতা কী ঘটাতে চলেছেন? এই বিশেষ ৫ রাশি কী পাবে?)
( পাক বিদেশমন্ত্রী ছুটলেন চিনে, জয়শংকর পা রাখছেন ইউরোপের ৩ তাবড় দেশে! দিল্লির ফোকাসে কী?)
তুলা
পরিবারে কোনও কারণে যদি ঝামেলা বা ঝুট ঝঞ্ঝাট তৈরি হয়, তাহলে তা কেটে যাবে। কর্মক্ষেত্রে আপনার দাপট থাকবে। আপনার ভিতরে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে। পদোন্নতির সুযোগ আসতে পারে। ছাত্রদের জন্যও এই সময় লাভদায়ী হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফের বোর্ডের পরীক্ষায় বসতে পারবেন। গাড়ি, বাড়ির সুখ এবার পেতে পারেন।
( দেবগুরু বৃহস্পতি স্বয়ং কৃপা করেন এই রাশিগুলিকে! কী মেলে ভাগ্যে?)
( বহু দশক পর বুধের রাশিতে ঘটতে চলেছে বিরল ঘটনা! লাভের অঙ্কে এগিয়ে ৩ রাশি)
বৃশ্চিক
বুধ আর শনির ত্রিএকাদশ যোগ এবার লাভদায়ী হতে পারে। প্রেম জীবন এই সময় ভালোর দিকে যাবে। আপনার সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। আপনার চিন্তা সমাপ্ত হতে পারে এই সময়। সন্তানের উন্নতিতে লাভ পেতে পারেন। কোথাও বিনিয়োগ থেকে হু হু করে লাভ আসবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )