আসন্ন সময়ে রয়েছে মঙ্গলের বক্রী অবস্থান। তার জেরে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কারা কারা লাকি হবেন, দেখা যাক।
বক্রী মঙ্গল কোন কোন রাশির জন্য সুখবর আনতে চলেছে, দেখে নিন
বৈদিক জ্যোতিষশাস্ত্রে মঙ্গলদেবের মাহাত্ম্য রয়েছে। মঙ্গলকে সেনাপতি ও ভূমিপুত্রও মনে করা হয়। সম্পত্তি, ভূমি, ক্রোধ সম্পর্কিত ক্ষেত্রের কারক হলেন মঙ্গল। এই সেনাপতি মঙ্গলের চাল বারবার বদল হয়। তার জেরে বিভিন্ন রাশির জাতক জাতিকার জীবনে আসে নানান পরিবর্তন। অনেক সময় এই পরিবর্তন সুখের হয়, আবার অনেক সময় তা সুখের নাও হতে পারে। আসন্ন সময়ে রয়েছে মঙ্গলের বক্রী অবস্থান। তার জেরে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কারা কারা লাকি হবেন, দেখা যাক।
মিথুন
আপনার আত্মবিশ্বাস এই সময় হু হু করে বেড়ে যাবে। এই সময় আপনার সাহস বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে যে কাজ আপনার বাকি রয়েছে, সেই কাজ এবার সম্পন্ন হবে। সম্পর্ক, প্রেম জীবন, পারিবারিক জীবনে সব দিক থেকে আসবে ইতিবাচক প্রভাব। পারিবারিক জীবন সুখময় হবে। প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে সময় ভালো কাটবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। যাঁরা বিয়ের যোগ্য, তাঁদের বিয়ের প্রস্তাব আসতে পারে।
মঙ্গলগ্রহ আপনার রাশির নবমভাবে বক্রী হতে চলেছে। মঙ্গলের কৃপায় তুলা রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন। সব কাজে ভাগ্যের সহযোগিতা পাবেন। কাজের সূত্রে কোথাও যাত্রা করতে পারবেন। আয়ে হু হু করে বৃদ্ধি হবে। ধন সম্পত্তির সঙ্গে জোড়া মামলায় আপনার লাভ হবে। কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজে শামিল হতে পারেন।