বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুর অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ। বৈশাখ মাসের পূর্ণিমা কেটে যাওয়ার পরই আসছে ছায়া আর পাপী গ্রহ রাহুর গোচর। রাহুর অবস্থানে সামান্য বদলও ১২ রাশিতে প্রভাব ফেলে দেয়। বর্তমানে গুরুর রাশি মীনে রাহু অবস্থান করছেন। আর সেখানে ১৮ মাস তিনি থাকবেন। মে মাসেই শনির রাশি কুম্ভে প্রবেশ করবেন রাহু। তারফলে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছেন।
কুম্ভ
কোনও আটকে থাকা টাকা পয়সা এবার পেতে থাকবেন। এই রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্র থেকে পাবেন সাফল্য। কেরিয়ারের দিক থেকে অপার সাফল্য পেতে পারেন। দীর্ঘদিনের সমস্যা এবার মিটতে থাকবে। যে পরীক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাঁরা পেতে পারেন সুখবর। কোনও ঋণ থেকে পেতে পারেন মুক্তি। আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে।
কন্যা
শারীরিক আর মানসিক যে সমস্যা দীর্ঘদিন ধরে আপনাকে ভোগাচ্ছে, তা থেকে পাবেন মুক্তি। ধীরে ধীরে এবার খুশি আনন্দ পেতে থাকবেন। পরিবারের সঙ্গে সময় ভালো কাটবে। চাকরিরতদের জন্য এই সময় খুবই ভালো কাটতে থাকবে। কাজের জায়গায় সিনিয়র আধিকারিকদের সঙ্গে সময় ভালো কাটবে। কেরিয়ারের দিক থেকে ইতিবাচক ফল পেতে থাকবেন। শেয়ার মার্কেটে যদি টাকা লাগান, তাহলে পাবেন তুমুল লাভ।
( উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য ক্লিক করুন এই লিংকে)
( ১৯৭১র পর ভারতে প্রথম মক ড্রিল রাত পোহালেই! সাইরেন বাজলেই… ফোকাসে কী কী থাকছে?)
( ‘পাকিস্তান শান্তি চায়..’, বলেই গালভরা হুমকির বন্যা পাক সেনাপ্রধান আসিম মুনিরের!)
সিংহ
আপনার কাজের প্রশংসা করা হবে। চাকরিরদের জন্য অফিসে খুব ভালো সময় কাটবে। আপনার কাজে খুশি হয়ে সিনিয়ররা বাড়তি কাজের দায়িত্ব দিতে পারেন। জীবনে নানান আনন্দ, খুশি থাকবে। দাম্পত্য জীবনে আনন্দ, খুশি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। পরিবারে চলা নানান সমস্যার সমাধান হতে পারে। ব্যবসাতে লাভের যোগ তৈরি হবে।
রাহুর গোচর:-
২০২৫ সালের মে মাসের ১৮ তারিখ শনিদেবের রাশি কুম্ভে প্রবেশ করতে চলেছেন রাহু। তারফলে কিছু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। রাহু শনিতে আসার ফলে তার প্রভাব দেশ দুনিয়া ছাড়াও বহু রাশির জাতক জাতিকার জীবনে পড়তে থাকবে, বলছে জ্যোতিষমত। ১৮ মে বিকেল ৪.৩০ মিনিটে রয়েছে গোচর।