জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের রাজা সূর্যের অবস্থানের আলাদা প্রভাব রয়েছে জাতক জাতিকাদের ভাগ্যে। গ্রহদের রাজা সূর্য, মে মাসে তাঁর অবস্থান পাল্টাতে চলেছেন। ফলে সূর্যদেবের রাশি পরিবর্তনের প্রভাব সমস্ত রাশিতে পড়তে চলেছে। জ্যোতিষমত বলছে, সূর্য মে মাসে বৃষ রাশিতে গোচর করতে চলেছেন। তারফলে একাধিক রাশিﷺর জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন। কা꧅রা কীভাবে লাভবান হবেন, দেখা যাক।
কন্যা
মে মাসে সূর্যের গোচর লাভদায়ক হতে চলেছে। সূর্যদেব ন🍷িজের রাশির নবমভাবে সঞ্চরণ করতে চলেছেন। ফলে এই সময় আপনাদের ভাগ্যোদয় হতে পারে। আপনি কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজে অংশ নিতে পারেন। ব্যবসায়িক ☂জীবনে আসবে সাফল্য। ঋণের লেনদেনে লাভ পাবেন। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। সম্পর্কে আসবে জোর।
( মে ২০২৫ এ দেবগুরু বৃহস্পতি আসবেন কৃপার মেꦰজাজে! সুখের ফোয়ারা ছুটবে তুলা সহ বহু রাশির ভাগ্যে)
( দণ্ডনায়ক শনিদেব ঘ💎োরাবেন খেলা! বক্রী হয়েই কর্মফলদাতা কৃপা করবেন এ🅰কঝাঁক রাশিকে, লাভ কাদের?)
সিংহ
সূর্যদেবের রাশি পরিবর্তন আপনাদের জন্য ইতিবাচক প্রমাণিত হ♒তে পারে। সূর্যদেব আপনার রাশির স্বামীগ্রহ। এই সময় আপনার কাজের জায়গায় উন্নতির রেশ দেখা যাবে। এই সময় জীবনে সুখ সুবিধা বাড়বে। কর্মক্ষেত্রে মান সম্মান বাড়বে। পদোন্নতির যোগ রয়েছে। নতুন গাড়ি, বা সম্পত্তি কিনতে পারেন আপনি। এমনই যোগ দেখা যাচ্ছে। আর্থিক পরিস্থিতিতে বড় কোনও লাভ পেত🔯ে পারেন। চাকরিরতদের প্রমোশনের যোগ, বেতন বৃদ্ধির যোগ দেখা যাবে। এই সময় বাবার সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে।
( মে ২০২৫ এ লটারির জিতে নিতে লাকি রাশি কারা? সাবধান হতে হবে 𓆉কাদের! রইল জ্যোতিষমত)
কুম্ভ
এই গোচর আপনার গোচর কুণ্ডলীতে সুখ আর বাহনের স্থানে হচ্ছে। ফলে ভাগ্যে গাড়ি আসার সম্ভ✅াবনা রয়েছে। বহু বিলাসী কিছু প্রাপ্ত হতে পারে। কিনতে পারেন গাড়ি, বাড়ি। কেরিয়ারে সাফল্য তুঙ্গে থাকবে। কোথাও ধন, সম্পত্তি, টাকাকড়িতে বিনিয়োগ করলে পাবেন লাভ। কেরিয়ারে অপ্রত্যাশিত উন্নতির যোগ দেখা যাবে। পারিবারিক জীবনও থাকবে সুখময়। মা আর শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে।
(এই প্রতিবেদনের তথ্🔯য মান্যতাধর্🐼মী। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)