আমাদের রোজের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার কিছু ইঙ্গিত থাকে। এমনই মত জ্যোতিষশাস্ত্রের। জ্যোতিষমতে বহু ঘটনারই♐ কিছু না কিছু বার্তার দিক থাকে। যেমন গায়ে প্রজাপতি বসা থেকে শুরু করে গায়ে মথ বসা নিয়েও নানান মান্যতা রয়েছে। আজ দেখা যাক, গায়ে টিকটিকি কোন অংশে পড়লে কী কী লাভ হয়। পঞ্জিকামত কী বলছে, দেখা যাক।
টিকটিকি শরীরের কোথায় পড়লে কী ফল হয়?
১) ট🦩িকটিকি মাথায় পড়লে- রাজ্যলাভ ও রাজতুল্য সুখলাভ।
২) কানে টিকটিকি পড়লে- গয়না লাভ হয়ে থাকে।
৩) বুকের পা𓄧ঁজরে ও চোখে টিকটিকি পড়লে- বন্ধুর সঙ্গে♉ সাক্ষাৎ ঘটে।
৪) নাকে টিকটিকি পড়লে- সুগন্ধি বস্তু লাভ হয়।
৫) মুখে টিকটিকি পড়লে- মিষ্টদ্রব্য ভোজন হয়।
৬) গলায় টিকটিকি পড়লে- অর্থাগম হয়।
৭) ডান ও বাম বাহুতে 💞টিকটিকি পড়লে- মানসিক আনন্দ আসে।
৮) হাতে বা তালুতে টিকটিকি পড়লে- অর্থলাভ হয়।
৯) বুকে হৃদয় বরাবর টিকটিকি পড়লে- সোহাগ লাভ হয়।
১০) পিঠে টিকটিকি পড়লে- ভূসম্পত্তি লাভ হয়।
১১) কোমরে টিকটিকি পড়লে- নতুন পোশাক লাভ হয়।
১২) ওপর থেকে সামনের দিকে টিকটিকি পড়লেটিকটিকি পড়🐓লে-▨ যানবাহন লাভ হয়।
১২) পায়ের ওপর টিকটিকি পড়লে- দেশ ভ্রমণ হয়।
( Bangladesh latest:পায়🐠ুপথে হাওয়া ঢুকিয়ে নৃশংস খুন! শিশু হত্যায় চা🍰ঞ্চল্য বাংলাদেশে, আটক কিশোর)
টিকিটিকি পড়ার অশুভ লক্ষণ:-
১) পায়ের তলা থেকে উপররে দিকে টিকটিকি ওঠা- অশুভ।
২) টিকটিকি বাঁ পায়ে পড়া অশুভ বলে মনে করা হয়। বাড়িতে এরফলে অশান্ত হতে পারে বলে মনে ক🌌রা হয়।
৩) বাম কাঁধে টিকটিকি পড়াও শুভ নয় ব✱লে মত শকুনশাস্ত্রের।
৪) বাঁ হাতে টি🌃কটিকি পড়া আর্থিক ♒ক্ষতির লক্ষণ বলেও মান্যতা রয়েছে।
৫) পঞ্জিকা🌠 বলছে, জানুদেশে টিকট🐼িকি পড়া অর্থক্ষয়ের ইঙ্গিত দেয়।