Lucky Zodiac Signs from 20 April: ২৪ ঘণ্টার মধ্যেই রয়েছে রাজযোগ! মকর সহ বহু রাশির ঝোড়ো উন্নতির যোগ
1 মিনিটে পড়ুন Updated: 19 Apr 2025, 06:22 PM IST♊চন্দ্র ও গুরু একযোগে শুরু করছে গজকেশরী রাজযোগ। তাতে লাভবান কারা?
♊চন্দ্র ও গুরু একযোগে শুরু করছে গজকেশরী রাজযোগ। তাতে লাভবান কারা?
জ্যোতিষশাস্ত্র মতে, চন্দ্র সবচেয়ে বেশি গতি সম্পন্ন গ্রহ। আর এই গ্রহের চালে একাধি𓂃ক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে থাকেন নানান সময়ে। চন্দ্র বিভিন্ন সময়ে নানান গ্রহের সঙ্গে তৈরি করেন যুতি। তারফলে লাভবান হন অনেকে। তার শুভ, অশুভ ফলও অনেকেরই জীবনে পড়তে থাকে। এবার চন্দ্র, গুরু বৃহ📖স্পতির সঙ্গে মিলে তৈরি করতে চলেছেন গজকেশরী যোগ। ২৪ ঘণ্টার মধ্যেই রয়েছে এই গজকেশরী যোগ। তারফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন দেখে নিন।
বৃষ
গজকেশরী রাজযোগের ফলে লক্ষ্মীর কৃপায় বহুবিধ লাভ হবে বহু র🔥াশির জাতক 🌌জাতিকারা, তাদের মধ্যে অন্যতম বৃষ। সব কাজে মায়ের সঙ্গত পাবেন। এরসঙ্গে জীবনে নানান রকমের খুশি আনন্দ আসবে। কেরিয়ারে তুলকালাম প্রগতি দেখতে পাবেন। সমাজে বাড়বে মান সম্মান। বহু কাজে পাবেন সাহস। সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।
কন্যা
বহুদিন ধরে আটকে থাকা কাজ সম্প🧔ন্ন হবে। সংসারে আসবে টাকা পয়সা। বহু দিনের চিন্তা ঝুট ঝামেলা থেকে পাবেন মুকಌ্তি। দীর্ঘ দিন ধরে আপনি যে প্রজেক্ট নিয়ে টেনশন করছেন, তাতে পাবেন সাফল্য। গাড়ি, সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে। মা লক্ষ্মীর কৃপায় টাকার সমস্যা মিটবে। সন্তানের দিক থেকে চলে আসা সমস্যা থেকে পাবেন মুক্তি।