মহেন্꧑দꦿ্র সিং ধোনির গলি থেকে রাজপথে ওঠার গল্প এখন ভারতীয় ক্রিকেটের রূপকথায় জায়গা করে নিয়েছে। ধোনি যত প্রখ্যাত হয়েছেন, তাঁর সম্পর্কে অজানা তথ্য সামনে এসেছে। তবে সব গল্পই যে সত্য ঘটনার ভিত্তিতে প্রচারিত, তেমনটা নয় মোটেও। ধোনি নিজেই সেটা স্বাকীর করে নিলেন।
আইপ🐎িএল ২০২৫-এর মাঝেই এক অনুষ্ঠানে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেনের কাছে জানতে চাওয়া হয় মজাদার একটি প্রশ্নের উত্তর। তাঁকে নিয়ে প্রচারিত সব থেকে হাস্যকর গুজব কোনটি, ধোনিকে সরাসরি প্রশ্ন করা হয় সেই বিষয়ে।
মাহি হাসি মুখে উত্তর দেন সেই প্রশ্নের♎। তিনি বলেন যে, দিনে ৫ লিটার দুধ পান করেন, এটাই হল সবথেকে মজাদার গুজব। মাহির কথায়, ‘আমি নাকি দিনে ৫ লিটার দুধ খাই, এটাই সব থেকে হাস্যকর।’
ধোনির কাছে সঙ্গে সঙ্গে জানতে চাওয়া হয় যে, তাহলে এটা মিথ্যা রটনা? জবাবে সিএসকে দলনায়ক বলেন, ‘এটা ♏মটোও সত্যি নয়। আমি হয়তো সারা দিনে এক লিটার দুধ পান করি। তবে আপনারাও জানেন, ৪-৫ লিটার একজনের পক্ষে সত্যিই বাড়াবাড়ি।’
ধোনিরℱ সম্পর্কে প্রচলিত আরও একটি রটনা নিয়েও জানতে চাওয়া হয় অনুষ্ঠানে। ধোনি তাঁর লস্যি সত্যিই ওয়াশিং মেশিনে বানাতেন কিনা, এমন প্রশ্নের উত্তরে ধোনি বলেন, ‘সবার আগে জানাই যে, আমি লস্যি খাই না।’
মহেন্দ্র সিং ধোনি আইপিএল ২০২৫-এর মাঝপথে পুনরায় চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সি হাতে তুলে নেন। রুতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরেই পুনরায় সিএসকের নেতা হন মাহি। যদিও চেন্নাই চলতি আইপিএলে মোটেও সুবিধাজনক পুরিস্থিতিতে নেই। তারা ৮ 🎃ম্যাচে মাঠে নেমে মোটে ২♉টি ম্যাচে জয়ের মুখ দেখেছে। সাকুল্যে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শেষে ১০ নম্বরে রয়েছে সিএসকে।