চলতি আইপিএলে অ্যাওয়ে ম্যাচের থেকেও ঘরের মাঠে বেশি 𝓀ম্যাচ হেরেছে কেকেআর। এবছর ইডেনে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। হেরেছে ৩টিতে। জিতেছে মাত্র একটি ম্যাচ। উল্লেখ্য, ইডেনেই আরসিবির বিরুদ্ধে একতরফা হার দিয়ে আইপিএল ২০২৫ অভিযান শুরু কর💛ে নাইট রাইডার্স। এবার লিগের দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই ইডেনে হারের মুখ দেখতে হয় কেকেআরকে।
সোমবার ইডেনে গুজরাট টাইটানসের বিরুদ্ধে লিগে নিজেদের অষ্টম ম꧂্যাচে মাঠে নেমে পরাজিত হয় কলকাতা। শুরুতে ব্যাট করে গুজরাট টাইটানস নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯৮ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে কেকেআর ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৯ রানে আটকে যায়। ৩৯ রানের ব্যবধানে ম্যাচ জেতে গুজরাট।
উল্লেখযোগ্য বিষ🅰য় হল, অজিঙ্কা রাহানেদের নাকের ডগা দিয়ে ইডেন থেকে একাই চারটি পুরস্কার জিতে নিয়ে চলে যান গুজরাট দলনায়꧑ক শুভমন গিল। ম্যাচের ৬টি ব্যক্তিগত পুরস্কারের মধ্যে নাইট শিবিরে আসে মোটে একটি। দেখে নেওয়া যাক সোমবার কে কোন পুরস্কার জিতলেন ইডেনে।
১. সুপার স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ- অংকৃষ রঘুবংশী (১ লক্ষ টাকা)
৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে অপরাজিত ২৭ রানের মারকাটারি ইনিংস খেলার সুব⭕াদে সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন কেকেআরের অংকৃষ রঘুবং🉐শী। ম্যাচে ২০৭.৬৯ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন তিনি। রঘুবংশী পকেটে পোরেন ১ লক্ষ টাকা।
২. ফ্যান্টাসি কিং অফ দ্য ম্যাচ- শুভমন গিল (১ লক্ষ টাকা)
সব থেকে বেশি ফ্যান্টাসি পয়েন্ট সংগ্রহ করার সুবাদে ফ্যান্টাসি কিং অফ দ্য ম্যা🃏চের পুরস্কার জেতেন গুজরাট টাইটানসের ক্যাপ্টেন শুভমন গিল। তিনি ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ৯০ রান করে সাজঘরে ফেরেন। গিল এক্ষেত্রে পকেটে পোরেন ১ লক্ষ টাকা।
আরও পড়ুন:- বুমরাহ♚কেই বিশ্বসেরা বাছল 'ক্রিকেটের বাইবেল', বর্ষসেরা মহিলা ক𒀰্রিকেটারও ভারতের
৩. সুপার সিক্সেস অফ দ্য ম্যাচ- শুভমন গিল (১ লক্ষ টাকা)
গুজরাট টাইটানসের শুভমন গিল ম্যাচে দু'দলের সব ব্যাটারদের মধ্যে সব থেকে বেশি ছক্কা মারার সুবাদে সুপার সিক্সেস অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন। তিনি ৫৫ বলে ৯০ রানের দাপুটে ইনিংস খেলার পথে ম🌠োট ৩টি ছক্কা মারেন। শুভমন এক্ষেত্রে জিতে নেন ১ লক্ষ টাকা।
৪. অন-দ্য গো ফোরস অ্যাওয়ার্ড- শুভমন গিল (১ লক্ষ টাকা)
গুজরাট দলনায়ক গিল ম্যাচে দু'দলের সব ব্যাটারদের মধ্যে সব থেকে বেশি চার মারার সুবাদে অন-দ্য গো ফোরস অ্যাওয়ার্ড জিতে নেন। 🔯তিনি ৫৫ বলে ৯০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলার পথে মোট ১০টি চার মারেন। এই🧔 পুরস্কারের জন্য গিলের পকেটে ঢোকে ১ লক্ষ টাকা।
৫. গ্রিন ডট বলস অফ দ্য ম্যাচ- মহম্মদ সিরাজ (১ লক্ষ টাকা)
গুজরাট টাইটানসের মহম্মদ সিরাজ ম্যাচে দু'দলের সব বোলারদের মধ্যে সব থেকে বেশি ডট বল করার সুবাদে গ্রিন ♏ডট বলস অফ দ্য ম্যাচের পুরস্কার🦹 জিতে নেন। তিনি ৪ ওভার বল করে ৩২ রানের বিনিময়ে ৩টি উইকেট নেওয়ার পথে মোট ১৩টি ডট বল করেন। সিরাজ পকেটে পোরেন ১ লক্ষ টাকা।
৬. প্লেয়ার অফ দ্য ম্যাচ- শুভমন গিল (১ লক্ষ টাকা)
কেকেআরের বিরুদ্ধে এই ম্যাচে ൩চমকপ্রদ ব্যাটিং পারফর্ম্যান্স মেলে ধরেন টাইটানসের ক্যাপ্টেন শুভমন গিল। তিনি ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন। গিল এক্ষেত্রেও পকেটে পোরেন ১ লক্ষ টাকা।