এই বচসা চলতে চলতেই স্ত্রীর ঠোঁট কামড়ে ধরে স্বামী রাকিব। তারপর তা ছিঁড়ে নেয় বলে অভিযোগ। ঠোঁট সেলাই করতে হয়েছে হাসপাতালে গিয়ে। আতঙ্কে ভুগছেন স্ত্রী প্রিয়া। এভাবে ঠোঁট কেটে যাওয়ায় রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। তখন ওই গৃহবধূর চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন তাঁর মা। অভিযোগ, শাশুড়ির উপরও চড়াও হয় অভিযুক্ত।
স্ত্রীর ঠোঁটে কামড়ে ছিঁড়ে রক্তারক্তি কাণ্ড
স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। তবে এটা ভালবেসে এমন ঘটনা ঘটেনি। বরং স্ত্রী উপর রেগে গিয়েই এমন ঘটনা ঘটিয়েছে স্বামী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে গোটা গ্রামে। এমনকী এই ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্ত নিজের শাশুড়িকেও বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক অভিযুক্ত। বাসন্তীতে এই ঘটনাই এখন চর্চিত বিষয় হয়ে উঠেছে।
বিষয়টি ঠিক কী ঘটেছে? স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত ৭ নম্বর ঢুঁড়ি তিতকুমার গ্রামে। মদ খেয়ে বাড়িতে ঢুকেই তুমুল অত্যাচার শুরু করে স্ত্রীর উপর ওই স্বামী। এটারই প্রতিবাদ করতে ভয়ঙ্কর কাণ্ড ঘটাল ওই গুণধর স্বামী। স্ত্রীর ঠোঁটে কামড়ে ছিঁড়ে রক্তারক্তি কাণ্ড ঘটাল সে। এই অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় গৃহবধূকে। তবে শাশুড়ির উপরও অত্যাচার রাতে নেমে এসেছিল। তখন চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা বেরিয়ে এলে সেখান থেকে চম্পট দেয় স্বামী।
তারপর ঠিক কী ঘটল? রক্তারক্তি অবস্থায় গুরুতর জখম স্ত্রী প্রিয়া মোল্লাকে উদ্ধার করে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। প্রিয়ার স্বামী রাকিব মোল্লাই স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে নেয় বলে অভিযোগ। এই ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। অভিযুক্ত রাকিব খান দু’দিন আগে শ্বশুরবাড়িতে যায়। সেখানে মদ্যপ অবস্থায় যাওয়ার পর থেকেই মদ খাওয়া নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে তাঁর বিবাদ বাড়ে। পরে সেই বিবাদ লেগেই ছিল। তারপর মঙ্গলবার আবার মদ খেয়ে এসে গোলমাল করতে শুরু করে রাকিব বলে অভিযোগ। তখনই শুরু হয় স্ত্রীর সঙ্গে অশান্তি।
আর কী জানা যাচ্ছে? এই বচসা চলতে চলতেই স্ত্রীর ঠোঁট কামড়ে ধরে স্বামী রাকিব। তারপর তা ছিঁড়ে নেয় বলে অভিযোগ। ঠোঁট সেলাই করতে হয়েছে হাসপাতালে গিয়ে। আতঙ্কে ভুগছেন স্ত্রী প্রিয়া। এভাবে ঠোঁট কেটে যাওয়ায় রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। তখন ওই গৃহবধূর চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন তাঁর মা। অভিযোগ, শাশুড়ির উপরও চড়াও হয় অভিযুক্ত এবং মারধর করে। এরপর লোকজন জড়ো হচ্ছে দেখে চম্পট দেয় রাকিব। তড়িঘড়ি প্রিয়াকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।