এই নির্বাচনের ফলে চাপে পড়ে গেল বিজেপি। এখানে নয় জিতছে তৃণমূল কংগ্রেস, নয় জিতছে সিপিআইএম। অথচ এটা নিজের গড় বলে দাবি করেন বিরোধী দলনেতা। সুতরাং পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই ফলাফল বিজেপির ভোটবাক্সে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। ভগবানপুরের কৃষি সমবায় সমিতির নির্বাচনে জয়ের লাল পতাকা উড়ল।
ভগবানপুরের কৃষি সমবায় সমিতির নির্বাচনে জয়ের লাল পতাকা উড়ল।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, বামপন্থীরা সবাই খারাপ নন। সিপিআইএমের ভোটেই তিনি নন্দীগ্রাম থেকে জিতেছেন। সুতরাং রাম–বাম জোট বা আঁতাত স্পষ্ট হয়ে যায় তাঁর কথায়। এছাড়া নন্দকুমার থেকে মহিষাদল একাধিক সমবায় নির্বাচনে জোট করে প্রতিদ্বন্দ্বিতা করেছিল রাম–বাম। এমনকী পূর্ব মেদিনীপুরের বহু জায়গায় এমন জোট করেও তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি তারা। তবে এবার ম্যাজিক জয় পেল সিপিআইএম। তাও সমবায় ভোটে। সেখানে বিজেপিকে এক ইঞ্চি জায়গা ছাড়ল না লালপার্টি। তবে হারল তৃণমূল কংগ্রেসও। ভগবানপুরের কৃষি সমবায় সমিতির নির্বাচনে জয়ের লাল পতাকা উড়ল।
ঠিক কী ঘটেছে ভগবানপুরে? একুশের নির্বাচনে এই কেন্দ্রে জিতেছে বিজেপি। অন্যান্য সমবায়ে তৃণমূল কংগ্রেসের ফলও ভাল। তবে কলাবেড়িয়া কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে দেখা গেল বামেদের জয়জয়কার। রবিবার এই নির্বাচনের ফলে চাপে পড়ে গেল বিজেপি। কারণ এখানে নয় জিতছে তৃণমূল কংগ্রেস, নয় জিতছে সিপিআইএম। অথচ এটা নিজের গড় বলে দাবি করেন বিরোধী দলনেতা। সুতরাং পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই ফলাফল বিজেপির ভোটবাক্সে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।