বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Additional stoppages for HS Exam 2024: উচ্চমাধ্যমিকের জন্য বাড়তি স্টপেজ দেবে শিয়ালদা ডিভিশনের ২১ ট্রেন! রইল টাইমটেবিল
পরবর্তী খবর
Additional stoppages for HS Exam 2024: উচ্চমাধ্যমিকের জন্য বাড়তি স্টপেজ দেবে শিয়ালদা ডিভিশনের ২১ ট্রেন! রইল টাইমটেবিল
2 মিনিটে পড়ুন Updated: 12 Feb 2024, 07:04 PM ISTAyan Das
আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সেজন্য শিয়ালদা ডিভিশনের ২১টি ট্রেনের বাড়তি স্টপেজ দেওয়া হবে। কবে কবে কোন কোন স্টেশনে বাড়তি স্টপেজ দেওয়া হবে, তা দেখে নিন।
উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য একাধিক লোকাল ট্রেনের বাড়তি স্টপেজ দেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই ও পিটিআই)
মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতেও শিয়ালদা ডিভিশনের একাধিক ট্রেনে বাড়তি স্টপেজ দেওয়া হবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২১ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি এবং ২৯ ফেব্রুয়ারি শিয়ালদা-রানাঘাট-কৃষ্ণনগর শাখা এবং বারাসত-বনগাঁ শাখায় একাধিক স্টেশনে বাড়তি স্টপেজ দেওয়া হবে ২১টি ট্রেনের। কোন কোন ট্রেন কোন সময় কোন স্টেশনে বাড়তি স্টপেজ দেবে, সেই তালিকা দেখে নিন -
১) ৩১৮১৫ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল: সকাল ৮ টা ২২ মিনিটে জালালখালি স্টেশনে স্টপেজ দেওয়া হবে।
২) ৩১৮১৯ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল: সকাল ৮ টা ২২ মিনিটে পলতা, সকাল ৮ টা ২৯ মিনিটে জগদ্দল এবং সকাল ৮ টা ৪২ মিনিটে কাঁকিনাড়া স্টেশনে দাঁড়াবে।
৩) ৩১১১১ শিয়ালদা-কাটোয়া লোকাল: সকাল ৮ টা ৫৬ মিনিটে জগদ্দল এবং ৮ টা ৫৮ মিনিটে কাঁকিনাড়ায় দাঁড়াবে।
৬) ৩১৮২৫ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল: দুপুর ১ টা ৫ মিনিটে জালালখালি স্টেশনে দাঁড়াবে।
৭) ০৩১৮৩ শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার: দুপুর ১ টা ১৩ মিনিটে পলতা, দুপুর ১ টা ২০ মিনিটে জগদ্দল, দুপুর ১ টা ২৮ মিনিটে কাঁকিনাড়া এবং দুপুর ২ টো ১৪ মিনিটে পায়রাডাঙা স্টেশনে দাঁড়াবে।
১৯) ০৩১৯০ লালগোলা-শিয়ালদা স্পেশাল: দুপুর ১ টা ২২ মিনিটে পায়রাডাঙা, দুপুর ২ টো ৮ মিনিটে কাঁকিনাড়া, দুপুর ২ টো ১০ মিনিটে জগদ্দল এবং দুপুর ২ টো ২১ মিনিটে পলতা স্টেশনে দাঁড়াবে।
২০) ৩৩৮৩৬ বনগাঁ-শিয়ালদা লোকাল ট্রেন: দুপুর ২ টো ১৮ মিনিটে বিভূতিভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে।