কয়েকদিন পর থেকেই গরমের ছুটি পড়ে যাবে। অনেকেই সেইসময় কাছেপিঠের মধ্যে দিঘা বা পুরীতে ঘুরে আসতে যান। সেই বিষয়টি বিবেচনা করে দুটি পুরীগামী স্পেশাল ট্রেন এবং দুটি দিঘাগামী স্পেশাল ট্রেন আরও বেশিদিন চালানোর সিদ্ধান্ত নিল রেল। জুনের শেষ পর্যন্ত চালানো হবে কলকাতা-পুরী-কলকাতা স্পেশাল ট্রেন এবং সাঁতরাগাছি-পুরী-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন। একইভাবে সাঁতরাগাছি-দিঘা-সাঁতরাগাছি স্পেশাল ট্রেনও জুনের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে। উল্লেখ্য, এমন একটা সময় পুরীগামী স্পেশাল ট্রেন চালানো হবে, যখন হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা শুরু করা নিয়ে উন্মাদনা ক্রমশ বাড়ছে।
০৩১০১/০৩১০২ কলকাতা-পুরী-কলকাতা স্পেশাল ট্রেন
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৭ মে থেকে আগামী ২৫ জুনের মধ্যে প্রতি রবিবার কলকাতা স্টেশন থেকে ছাড়বে ০৩১০১ কলকাতা-পুরী স্পেশাল ট্রেন। আবার ০৩১০২ পুরী-কলকাতা স্পেশাল ট্রেন চলবে ৮ মে থেকে ২৬ মে'র মধ্যে। যা প্রতি সপ্তাহের সোমবার পুরী থেকে ছাড়বে।
রেলের টিকিট কাউন্টার থেকে এবং ইন্টারনেটে (অনলাইনে IRCTC থেকে) ০৩১০১ কলকাতা-পুরী স্পেশাল ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, স্পেশাল ট্রেন হওয়ায় বাড়তি ভাড়া গুনতে হবে। কোনওরকম কনসেশনাল বা তৎকাল বুকিং হবে না।
০২৮৩৭/০২৮৩৮ সাঁতরাগাছি-পুরী-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন
দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত ০২৮৩৭ সাঁতরাগাছি-পুরী স্পেশাল ট্রেন চালানো হবে। যা প্রতি শুক্রবার সাঁতরাগাছি থেকে পুরীগামী ট্রেন ছাড়বে। আবার ফিরতি পথে প্রতি সপ্তাহের শনিবার পুরী থেকে ছাড়বে ০২৮৩৮ পুরী-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন। যে পরিষেবা আগামী ১ জুলাই পর্যন্ত চালু থাকবে।
০২৮৪৭/০২৮৪৮ সাঁতরাগাছি-দিঘা-সাঁতরাগাছি সাপ্তাহিক স্পেশাল ট্রেন
দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২৪ জুন পর্যন্ত ০২৮৪৭/০২৮৪৮ সাঁতরাগাছি-দিঘা-সাঁতরাগাছি সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালানো হবে। প্রতি শনিবার ওই স্পেশাল ট্রেন সাঁতরাগাছি এবং দিঘা থেকে ছাড়বে।
০২৮৯৭/০২৮৯৮ সাঁতরাগাছি-দিঘা-সাঁতরাগাছি সাপ্তাহিক স্পেশাল ট্রেন
দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ০২৮৯৭/০২৮৯৮ সাঁতরাগাছি-দিঘা-সাঁতরাগাছি সাপ্তাহিক স্পেশাল ট্রেন চলবে ২৫ জুন পর্যন্ত। প্রতি সপ্তাহে রবিবার সেই ট্রেন সাঁতরাগাছি এবং পুরী থেকে ছাড়বে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )