পাখির চোখ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। আর তাই জেলা সভাপতি পদে ব্যাপক রদবদল করা হয়েছে। কিন্তু এখানেই থেমে থাকছে না তৃণমূল কংগ্রেস। আর তাই আজ, মঙ্গলবার তমলুক পরিচালনা করতে শ্রমি♛ক সংগঠন আইএনটিটিইউসি’তে নয়া কোর কমিটির ঘোষণা করা হল। তমলুকে তৃণমূল কংগ্রেসের পুরনো দিন ফিরিয়ে আনতে এবার শ্রমিক সংগঠনের নতুন কোর কমিটির ঘোষণা করা হল। দলের শ্রমিক সংগঠন আরও মজবুত করতে এগোলো তৃণমূল কংগ্রেস। আজ দলের পক্ষ থেকে তমলুক এবং দুর্গাপুরে আইএনটিটইউসি’র নতুন কোর কমিটির ঘোষণা করা হয়েছে।
এদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তমলুক সাংগঠনিক জেলা আ🐷ইএনটিটিইউসি’র কোর কমিটি ঘোষণা হল। এই সাংগঠনিক রদবদলের মাধ্যমে দলীয় কাঠামো আরও সুসংহত এবং মজবুত হবে বলেই মনে করা হচ্ছে। উত্তর কলকাতা এবং বীরভূমে ইতিমধ্যেই কোর কমিটি গঠন করেছে তৃণমূল কংগ্রেস। এবার তমলুকেও কোর কমিটি গঠন করল রাজ্যের শাসকদল। তমলুকে আইএনটিটিইউসি’র কোর কমিটির চেয়ারপার্সন পদে আছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বাকি সদস্যরা হলেন– আস্তিক চট্টোপাধ্যায়, প্রদীপ দে, অসীম মাজি, শঙ্কর দন্ডপাট, শ্যামল মাইতি, সুদীপ্ত ভক্ত, এসকে আলমগীর এবং আলম জ🌺িলানি।
আরও পড়ুন: ‘ওরা থ্রেট দিচ্ছেন’, শিক্ষকদের আন্দোলন নিয়ে মমতা–অভিষেককে আক্রমণ দিলীপের
অন্যদিকে সিপিএম থেকে বিজেপিতে গিয়েছিলেন পোড়খাওয়া সাংগঠনিক নেতা শ্যামল মাইতি। কিন্তু সদ্য বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন শ্যামল মাইতি। সিটুর আমল থেকে শ্রমিক সংগঠনে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আবার সাংগঠনিক নেতা হিসাবেও খ্যাত পূর্ব মেদিনীপুরে। তাই শ্যামল মাইতিকে স্থান দেওয়া হয়েছে কোর কমিটিতে। নয়া দায়িত্ব পেয়ে শ্যামলবাবু বলেন, ‘দল আম𝐆ায় দায়িত্ব দিয়েছে। আগামী দিনে শ্রমিকরা যাতে তাদের ন্যায্য পাওনা যথা সময়ে পায় তার কাজ করব। একজনের হাতে না দিয়ে কোর কমিটি তৈরি করে দিয়ে সকলের পরামর্শ নিয়ে কাজ করা অনেক সুবিধাজনক। তাই সকলকে ধন্যবাদ জানাই।’