আইনজীবীর বাড়িতে আগুন লাগাতে গিয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু, সেই আগুনই ধরে গেল এক দুষ্কৃতীর গায়ে। ঘটনায় ওই দুষ্কৃতী গুরুতর জখম হয়েছে। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ডানলপে। যে আইনজীবীর ফ্ল্যাটে আগুন লাগানো হয়েছিল তাঁর নাম বিক্রম সিং। তবে ঘটনার সময় ফ্ল্যাটে কেউ না থাকায় আইনজীবী পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত হননি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: সল্টলেকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ব্যক্তির, আসেন মন্ত্রী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম খাজান সিং। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে আইনজীবী বিক্রম সিং দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি মামলা লড়ছেন। সেই কারণেই এই হামলার ঘটনা ঘটতে পারে বলে অনুমান তদন্তকারীদের। তদন্তে জানা গিয়েছে, আইনজীবীর আসল বাড়ি পঞ্জাবে। ওই ফ্ল্যাটে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে থাকেন। সম্প্রতি তিনি পরিবারের সদস্যদের নিয়ে পঞ্জাবে গিয়েছিলেন। ফলে ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবন্ধ ছিল। মঙ্গলবার রাতে তিনজন দুষ্কৃতী স্কুটি চড়ে ওই ফ্ল্যাটে হানা দেয়। তবে ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় তারা জানলা দিয়ে ঘরের ভিতরে আগুন ধরিয়ে দেয়। সেই সময় আগুন ধরাতে গিয়ে খাজান সিং নামে ওই দুষ্কৃতীর গায়ে আগুন লেগে যায়। পরে তার সঙ্গে থাকা অন্যান্যরা কোনওভাবে আবাসনের ট্যাঙ্কের জল নিয়ে আগুন নিভিয়ে দেয় । এরপর তারা সেখান থেকে জখমকে নিয়ে পালিয়ে যায়।