জগদ্ধাত্রী পুজোর আয়োজন নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে আক্রান্ত হলেন দলেরই অঞ্চল সভাপতি। শনিবার সকালে মুর্শিদাবাদের সালারের কাকগ্রামের ঘটনা। বাজারে গিয়ে স্কুটার থামাতেই তার ওপর হামলে পড়ে একদল দুষ্কৃতী। আহত অঞ্তল সভাপতি তাপস রায়ের দাবি, ২০১৬ সালে যারা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিল তারাই তাঁর ওপরে হামলা চালিয়েছে। বিধায়ক হুমায়ুন কবীরের দাবি, ওসি ওখানে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন।ভরতপুর বিধানসভার অন্তর্গত ভরতপুর ২ নম্বর ব্লকের কাকগ্রাম সাম্প্রদায়িকভাবে অত্যন্ত স্পর্শকাতর বলে পরিচিত। সেখানে নির্বিঘ্নে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করতে শুক্রবার স্থানীয় হাই স্কুলে বৈঠক ডাকে পুলিশ প্রশাসন। কিন্তু সেই বৈঠকেও তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামীদের ভরতপুর ২ নম্বর ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান অনুগামীদের বিবাদে পণ্ড হয়ে যায় সভা। বৈঠকের মঞ্চে কাদের লোক সামনের সারিতে বসবে তাই নিয়ে শুরু হয় বিবাদ। এর জেরে আটক হন বিধায়কের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। যদিও রাতে তাঁকে ছেড়ে দেয় পুলিশ।শনিবার সকালে তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি বাজারে গেলে স্কুটার থামাতেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে ১০ – ১২ জন দুষ্কৃতী। ব্যাপক মারধর করা হয় তাপসবাবুকে। আহত অঞ্চল সভাপতিকে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, ‘উনি যে ভাবে পাকিস্তান জিন্দাবাদ বলে, থানা ঘেরাও করে প্রশাসনের ওপর অত্যাচার করেছিলেন, সেটা আবার কায়েম করার চেষ্টা করছেন। আমরা তৃণমূল কংগ্রেস কর্মী। আমি অঞ্চল সভাপতি। আমার স্ত্রী পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। আমাদের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ তৃণমূল কর্মীদের কী অবস্থা এটা দলের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিবেচনা করতে বলব। ওনার মতো মানুষ ব্লক সভাপতি থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে’।বিধায়ক হুমায়ুন কবির বলেন, ‘পুলিশ সুপারকে বলব বিষয়টা কড়া হাতে ধরুন। নইলে ওখানে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হবে। কাকগ্রাম খুব স্পর্শকাতর জায়গা। কাকগ্রামের বহুদিনের ঐতিহ্য মেনে সেখানে জগদ্ধাত্রী পুজো হয়। সেই পুজোর শান্তি বৈঠক ডেকে ওসি যে ভাভে ওখানে বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিচ্ছে। জগদ্ধাত্রী পুজো শান্তিপূর্ণভাবে আয়োজন করতে গেলে পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ করতে হবে’।এই ঘটনায় ব্লক সভাপতির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।