বুধবার স্ত্রীর সঙ্গে সোশ্যাল সাইটে ছবি প্রকাশ করে সৌমিত্র খাঁ লেখেন, শুভ জন্মদিন আমার স্ত্রী সোনা। এর পরই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। কারণ সৌমিত্র যে বিয়ে করেছেন তা ঘুণাক্ষরে জানত না কেউ।
সৌমিত্র খাঁ ও পারমিতা রায় চৌধুরী
বুধবার ভ্যালেন্টাইনস ডে-তেই খবরটা ফাঁস করেছিলেন তিনি। ফের বিয়ে করেছেন সেকথা জানিয়ে ফেসবুকে স্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ করেছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন নববধূ পারমিতা রায় চৌধুরী। আর মুখ খুলেই পেশায় আইনজীবী পারমিতা জানালেন, লাইম লাইটে থাকতে পছন্দ করি না।
বুধবার স্ত্রীর সঙ্গে সোশ্যাল সাইটে ছবি প্রকাশ করে সৌমিত্র খাঁ লেখেন, শুভ জন্মদিন আমার স্ত্রী সোনা। এর পরই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। কারণ সৌমিত্র যে বিয়ে করেছেন তা ঘুণাক্ষরে জানত না কেউ। জানা যায় সৌমিত্র খাঁর স্ত্রী পেশায় আইনজীবী পারমিতা রায় চৌধুরী।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় পারমিতাদেবী বলেন, ‘আমরা বিয়ে করেছি। এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। আমি লাইম লাইটে থাকতে পছন্দ করি না। আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছে। আমার প্রাক্তন স্বামী প্রয়াত হন। তখন আমার সন্তান ছোট। আমার সঙ্গে সৌমিত্রর তখনই পরিচয় হয়। তার আগে ওকে চিনতাম না। তার মধ্যে করোনায় আমাদেরও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। দুই পরিবারের সম্মতিতেই আমরা নতুন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
বিয়ে নিয়ে অবশ্য এখনও কোনও মন্তব্য করেননি সৌমিত্র। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
বলে রাখি, গত বিধানসভা নির্বাচনের আগে থেকেই সৌমিত্র খাঁর ব্যক্তিগত জীবনে টালমাটাল চলছিল। রাজনীতির সঙ্গে সংঘাত বেঁধেছিল তাঁর ব্যক্তিজীবনের। অবশেষে নিজের রাজনৈতিক পরিচয়চয়কেই অগ্রাধিকার দেন তিনি। তার তিন বছরের মধ্যে ফের বিয়ে করলেন তিনি।\