বিরাটিতে শুভ্রজিৎ দত্ত ওরফে পিকুন খুনে অভিযুক্ত বাবুলাল সিংহ তৃণমূলকর্মী বলে দাবি তাঁর স্ত্রীর। রবিবার ছবি প্রকাশ করে তিনি দাবি করেন, জন্মলগ্ন থেকেই তৃণমূল সমর্থন বাবুলাল। এমনকী নিহত শুভ্রজিতের বিরুদ্ধে পালটা তাঁর স্বামীকে মারধরের অভিযোগ এনেছেন তিনি।গত ২১ জুলাই রাতে বিরাটির বণিক মোড়ে খুন হন সিন্ডিকেট ব্যবসায়ী শুভ্রজিৎ। এর পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। প্রকাশ্য রাস্তায় চলন্ত বাইক থেকে গুলি করে তাঁকে খুন করে দুষ্কৃতীরা। পরিবারের দাবি, বাবুলাল সিংহ নামে অপর এক প্রোমোটার তাঁকে খুন করেছে। এমনকী অভিযুক্ত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেও দাবি করা হয়।রবিবার প্রমাণ পেশ করে বাবুলালের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তাঁর স্ত্রী। একটি ছবি প্রকাশ করে তিনি দাবি করেছেন, বাবুলাল তৃণমূল সমর্থক। ওই ছবিতে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে দেখা যাচ্ছে বাবুলালকে।সঙ্গে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন তিনি। তাতে হাসপাতালে শুয়ে গুরুতর আহত বাবুলালকে কাতরাতে কাতরাতে বলতে শোনা যাচ্ছে। ওরা আমাকে আমার ফ্ল্যাটটা ওদের নামে লিখে দিতে বলে। আমি রাজি না হওয়ায় আমাকে মারতে মারতে নীচে নিয়ে যায়। আমার জামাকাপড় ছিঁড়ে দেয়। তার পর আমাকে বণিক মোড়ে নিয়ে গিয়ে ফের মারধর করে।ওদিকে এই খুনের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বাবুলালের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে খুনের কিনারা করার চেষ্টা করছে পুলিশ।