তৃণমূল সরꦬকারের নিয়োগ দুর্নীতি জেরে যখন প্রবল দাবদাহের মধ্যে পথে বসেছেন হাজার হাজার শিক্ষক তখনই সিজিও কমপ্লেক্সে ডাক পড়ল এক শসাক নেতার। নিযোগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে দক্ষিণ দিনাজপুরের যুব তৃণমূল সভাপতি অম্বরীশ সরকারকে তলব করেছে ইডি। সোমবার যেখানে চাকরিহারা শিক্ষকরা আন্দোলন চালাচ্ছেন সেখান থেক⭕ে ঢিল ছোড়া দূরত্বে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা তাঁর।
দক্ষিণ দিন🥀াজপুর জেলা যুব তৃণমূলে🐷র সভাপতি ছাড়াও জেলা পরিষদের সহকারী সভাধিপতি পদে রয়েছেন তিনি।
জানা গ🐼িয়েছে, এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের নাম করে বহু বেকার যুবক যুবতীর কাছ থেকে টাকা তুলেছিলেন অম্বরীশ। নিয়োগ দুর্নীতির একাধিক সাক্ষী ইডিকে তাঁর নাম জানিয়েছিলেন। টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানায় তাঁর বিরুদ্ধে জমা পড়েছে অভিযোগ। গ্রুপ ডির চাকরির বিনিময়ে ১০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি🍸, টাকা নিয়েও চাকরি পাননি তিনি।
অভিযোগ ওঠার পর তা অস্বীকার করেছিলেন অম্বরীশ। তিনি জানিয়েছিলেন, দলেরই♔ একাংশ চক্রান্ত করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে।