যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগুন লাগার ঘটনা কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে বহু মূল্যবান যন্ত্রপাতি। বিশ্ববিদ্যালয়ের সূত্রের খবর, সব মিলিয়ে প্রায় ৫ কোটি টাকার যন্ত্রপাতি আগুনে পুড়ে গিয়েছে। যার মধ্যে অনেক যন্ত্রপাতি রয়েছে অনুদানের। গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পাঁচতলার ল্যাবরেটরিতে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজে নেমে পড়ে। রাত সাড়ে তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কয়েকজন পড়ুয়া প্রথমে আগুন দেখতে পায়। তারাই দমকলে খবর দেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান শাশ্বতী মজুমদার জানিয়েছেন, ইলিউমিনেশন ল্যাবরেটরির অধীনস্থ মানিক সরকার ল্যাবরেটরিতে প্রথমে আগুন লাগে এবং সেখান থেকে অন্যত্র আগুন ছড়িয়ে পড়ে। মানিক সরকার ল্যাবরেটরিতে অনেক লেজার যন্ত্রপাতি ছিল সেগুলি অধিকাংশই আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বলে তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, এই সমস্ত যন্ত্রপাতি দিয়েছিলেন লেজার শো-এর জন্য বিখ্যাত মানিক সরকার। তারপর থেকেই বিভাগের নামকরণ তাঁর নামে করা হয়।প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে সত্যিই কি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা জানতে ফরেনসিকের সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপচার্য সুরঞ্জন দাস।