বিকাশ ভবনের সামনে যোগ্য চাকরিহারাদের লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশের উপর পালটা হামলা চালিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। তবে এবার পুলিশের তরফে দাবি করা হয়েছে কেবলমাত্র বিকাশ ভবনে কর্মরত সরকারি কর্মীদের বের করতে যা পদক্ষেপ নেওয়ার সেটা নেওয়া হয়েছে। এব⛄ার সাংবাদিক বৈঠকে এনিয়ে সামগ্রিক পরিস্থতির ব্যাখা করলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার।
তিনি বলেন, চাকরিহারারা বিকাশ ভবনের সামনে ১০দিন শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। গতকাল অবস্থান অন্যরকম চেহারা নেয়। দু আড়াই হাজার লোক চলে আসেন। ব্যারিকেড ভাঙেন। পুলিশ অনুরোধ করলেও শোনেননি। পুলিশকে ধাক্কাধাক্কি করে অবস্থান বিক্ষোভ করেন। কাউকে বের হতে দেবেন না বলেন। পুলিশ পূর্ণ সম্মান দেখিয়ে ধৈর্য্য ꧙দেখিয়েছে পুলিশ। অ্য়াকশন নিলে গেট ভাঙার সময় করা যেত। ৭ ঘণ্টা ধরে পুলিশ বুঝিয়েছে। বিকাশ ভবনে ৫৫টি সরকারি অফিস আছে, ৫০০-৬০০ তারা ওখানে কাজ করেন। তারা সন্ধ্যের পরে ওখান থেকে বের হতে চান। আন্দোলনকারীরা যারা বসে﷽ছিলেন তারা একই অবস্থানে অনড় থাকেন। আমরা চেষ্টা করি ..যখন সেই বের হওয়ার চেষ্টা হচ্ছিল তখন পুলিশের উপর চড়াও হয় আন্দোলনকারীদের একাংশ। যারা বের হচ্ছিলেন তাদের ধাক্কাধাক্কি দেওয়া হয়। বার বার হাজার বার পুলিশ অনুরোধ করেছে দয়া করে করে শান্তিপূর্ণ থাকুন, কেউ অসুস্থ, কারোর বাড়িতে বয়স্ক মা বাবা আছেন, তাদের বের হতে দেব না। হিংসা চালাব, অবস্থান করেছে কিছু বলা হয়নি।…